গত ১৯ জুলাই শনিবার ‘মানব মুক্তির লক্ষ্যে, নারীমুক্তির পক্ষে’ এই শ্লোগানে জ্যামাইকার পিএস-১৩১ প্রাঙ্গণে বাংলাদেশী নারীদের মূলধারার সংগঠন নিউ আমেরিকান ওমেন্স ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘শ্রাবণ মেঘের মেলা’। হালকা বৃষ্টিস্নাত সন্ধ্যায় ফিতা কেটে এবং রং বে রং-এর একগুচ্ছ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেলায় প্রধান অতিথি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
এসময় বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিসেবী, নিউ আন্তজাতিক বাংলা বইমেলার সাবেক আহবায়ক গোলাম ফারুক ভূইয়া সহ নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী মঞ্চে আরো উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক ও নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি সাঈদা আখতার লিলি, এডভোকেট মুজিবুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী পরিচালক সালমা ফেরদৌস, মেলার আহবায়ক অধ্যাপিকা হুসনে আরা বেগম ও সদস্য সচিব ডালিয়া চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালেহ আলম, যুগ্ম সদস্য সচিব ফিরোজা সাঈদ, সমন্বয়কারী সাঈদা আক্তার লিলি ও রীনা সাহা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
মেলার উদ্বোধনী বক্তব্যে এম এম শাহীন বলেন, আশির দশক থেকেই নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক চর্চা শুরু। প্রবাসের বাংলা মিডিয়া আর সাংস্কৃতিক সংগঠনগুলো সহ সবার প্রচেষ্টায় দেশীয় সংস্কৃতি আজ সমৃদ্ধ হয়েছে। মেলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসে আজকের এই বাংলা সংস্কৃতির প্রসার আমাদের সেই প্রচেষ্টারই ফসল। তিনি বলেন, এখন প্রবাসের সবখানে আমরা বাংলা সংস্কৃতিকে খুঁজে পাই। তিনি এই ধারাবাহিকতা অব্যাহত এবং কার্যকর ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সম্পৃক্ততার মাধ্যমে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান এবং সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
গোলাম ফারুক ভূইয়া সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রবাসে বাংলাদেশী কমিউনিটিকে আরো এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই।
পরিচয় সম্পাদক নাজমুল আহসান বলেন, প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতির বিকাশে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসা উচিত।
অপরাপর বক্তারা বলেন, প্রবাসের বাংলাদেশী নারীরাও এগিয়ে যাচ্ছে এবং মূলধারায় অবদার রাখার চেষ্টা করছে। এটা কমিউনিটির জন্য সুখবর। বক্তারা নারী সংগঠনের উদ্যোগে এমন মেলা আয়োজনের প্রশংসা করেন এবং ঐক্যবদ্ধভাবে কমিউনিটিকে আলো এগিয়ে নিয়ে সবার প্রতি আহবান জানান।
মেলায় ছিলো শাড়ি-কাপড়, গয়না’র বিভিন্ন স্টল। আরো ছিল খাবারের স্টলও। এসব স্টলে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে নতুন প্রজন্মের মিথান ড্যান্স একাডেমি, লাইসা ও ওসমিতার মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উৎপল চৌধুরী।
অনুষ্ঠানের শেষে পর্বে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ।
এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, ডা. সোহেল পারভেজ, সানজানা, অর্ণব ও উদীপ্ত চৌধুরী।
মেলার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আহনাফ আলম, রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, অনুভা শাহীন, আইরিন রহমান, সেলিনা খানম, রেজওয়ানা বশির, শাহ ফারুক রহমান, মাসুদুর রহমান ও নুসরাত আলম। খবর ইউএনএ’র। ছবি পরিচয় এর নিজস্ব।