১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

“নীল চক্র” , বায়োস্কোপ ফিল্মস এর ৫২ তম পরিবেশনা নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর

“নীল চক্র” , বায়োস্কোপ ফিল্মস এর ৫২ তম পরিবেশনা নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর

আগব ১৭ অক্টোবর শুক্রবার নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর৫২তম পরিবেশনা নীল চক্র”।

এ ছবিতে আছেন – সকলের প্রিয় এবং প্রশংসায় স্নাত – আরিফিন শুভ । বায়োস্কোপ ফিল্মস এর পরিবেশনায় আরিফিন শুভ-র এটা ৫ম ছবি । ঢাকা আট্যাক , শাপ্লুডু , মিশন এক্সট্রীম ১ এবং ২ – আর এখন – ‘নীল চক্র” ।

“নীল চক্র” ছবিটি আরেকটি কারনে বিশেষ হয়ে আছে বায়োস্কোপ ফিল্মস এর জন্যে । এ ছবিতে আছেন – মন্দীরা চক্রবর্তী । বায়োস্কোপ ফিল্মস বিশ্বাস করে – বাংলা ছবি’র ভবিষ্যৎ তিনি ।

ইউরোপীয় গড়ন এবং Michelle Pfeiffer এর মত ” high cheek-bones” এবং সৌন্দর্যের মাদকতা – সবই তাঁর আছে । দেশীয় এবং বি-দেশীয় যে কোন নারী চরিত্রে অনায়াসে মানিয়ে নিতে পারবেন তিনি । অনেকদিন পর – বাংলা ছবি’র ভিতে দাঁড়ানো এক আন্তর্জাতিক পরিমন্ডলে মানিয়ে নেয়া এক নায়িকার সন্ধান পাওয়া গেছে।

বায়োস্কোপ ফিল্মস আশা করছি – আপনারা তাকে সাদরে সবাগতম জানাবেন ।”নীল চক্রের” তরুন পরিচালক মিঠু খান এ ছবিতে একটা সুন্দর মেসেজ রেখেছেন । তাই কেবল ছবি নয় – “নীল চক্র” একটা শক্ত গল্পের ভিতের ঊপর দাঁড়িয়ে আছে ।

বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ ও রাজ হামিদ বাংলা ছবির পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, নিউ ইয়র্ক , লস আঞ্জেলেস , ড্যালাস , সান ফ্রান্সিস্কো , ওরল্যান্ডো , ডেট্রয়েট এ প্রদর্শনীর শুরু করে – পর্যায় ক্রমে চেষ্টা করা হবে সব খানে আসবার। Halloween, Diwali, Oscar Runs, Holiday Releases এর ঘূর্ণিপাকের মধ্যেও বায়োস্কোপ ফিল্মস চেষ্টা করছে উত্তর আমেরিকায় নিয়মিত বাংলা ছবি প্রদর্শনের।