গত ৬ জুলাই রবিবার নিউ ইয়র্কের ওয়েষ্টচেষ্টার কাউন্টির জর্জেস আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশনের আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
সকালে বনভোজন প্রাঙ্গনে রংবেরং এর বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনসুর আলম, সভাপতি উজ্জ্বল বিপুল, সাধারণ সম্পাদক আসাদ জামান, বনভোজনের আহবায়ক মো: ইউসুফ বিজু ও সদস্য সচিব গনেশ কীর্তনিয়া, উপদেষ্টা বাবুল দেওয়ান, সিনিয়র সহ সভাপতি গোলাম এন হায়দার মুকুট, সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মোল্লা, সহ সভাপতি শেখ আবদুল মালেক, আবদুর রশীদ বাবু প্রমুখ ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংগঠনের সভাপতি উজ্জ্বল বিপুল ও এবং সাধারণ সম্পাদক আসাদ জামান বনভোজনে আগত সবাইকে স্বাগত জানান। এরপর শিশুকিশোরদের খেলাধুলা ও মধ্যহ্ন ভোজনেরপর মেয়েদের বালিশ ছোঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বনভেজনে সঙ্গীত পরিবেশন করেন নাজু আখন্দ, সেলিম ইব্রাহিম, নিপা জামান প্রমুখ।
বনভোজন সফল করে তুলতে সার্বিক সহযোগিতায় ছিলেন আহবায়ক মো. ইউসুফ বিজু ও সদস্য সচিব, সদস্য সচিব গনেশ কীর্ত্তনীয়া, প্রধান সমন্বয়কারী তানভির মিলন ও সমন্বয়কারী হাবিবুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক আমিন মেহেদী বাবু ও পৃষ্ঠপোষক আবদুর রশীদ বাবু, যুগ্মসচিব শহীদ জামান বাবু প্রমুখ ।
খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন সেলিম ইব্রাহিম ও মোঃ মিলন মোল্লা, অর্থ সংগ্রহ শফিকুল ইসলাম খান (সফিক)। আপ্যায়নে সমন্বয়কারী ছিলেন ওয়াজেদ মিয়া ও সাংস্কৃতিক পর্ব পরিচালনায় শাওন ভুঁইয়া।
র্যাফেল ড্র পরিচাালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদ জামান ও পুরস্কার প্রদান করেন বদরুল ইসলাম খান বাদল, প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনসুর আলম, এস মিয়া তৌহিদ প্রমুখ ।
বনভোজন আয়োজনে সহযোগিতায় আরো ছিলেন সহ সভাপতি রুবেল চেধুরী, নেসার আহমেদ, ইসরাত জাহান গরালাম মানিক, শিল্পী রানী মন্ডল, শামীম আহমেদ, ইব্রাহিম ভুইয়া, মোহাম্মদ মিঠু মিয়া, নাসিম খান, মানিক ওয়াদুদ, শেখ শামীম আহমেদ, নিরঞ্জন শীল, আবুল কালাম আজাদ কিরন, শেখ সিদ্দিক, তারভির করিম প্রমুখ।
র্যাফেল ড্রতে পুরস্কার ছিল ১ম পুরস্কার ছিল স্বর্ণালঙ্কার, ২য় পুরস্কার নিউইয়র্ক ৬ষ্ঠ ও ৭ম পুরস্কার ল্যাপটপ। এবারের বনভোজনে সকালের নাশতা ও দুপুরের সুস্বাদু খাবার পরিবেশন করে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্ট।