মুনা সিটি লাইন চ্যাপ্টার এর উদ্যোগে গত ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান। নিউইয়র্ক এর কুইন্সের সাউথ ওজোন পার্কে অবস্থিত মুনা সেন্টার অফ নিউইয়র্কে বাদ আছর থেকে শুরু হয়ে এশার নামাজে আদায়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মুনা সিটি লাইন চ্যাপ্টার সভাপতি মাওলানা রুহুল আম্বিয়া সুমন। সিটি লাইন চ্যাপ্টার সেক্রেটারি জনাব আকরামুল হকের সার্বিক পরিচালনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনাব গোলাম মোস্তফা।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুনা”র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন উডহেভেন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু সাঈদ আমীন ও মুনা”র ন্যাশনাল সোস্যাল ডিরেক্টর মাওলানা শাফায়াত হোসেন সাফা।
আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নাশীদ পরিবেশন করেন মুসলিম উম্মাহ কালচারাল গ্রুপের সহকারী পরিচালক সালাউদ্দিন মোঃ রাসেল।
নৈশভোজ পরিবেশনের মাধ্যমে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।