৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

মাইলস্টোন ট্র্যাজেডী স্মরণে নিউইয়র্কে আন্ত:ধর্মীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাইলস্টোন ট্র্যাজেডী স্মরণে নিউইয়র্কে আন্ত:ধর্মীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নিউইয়র্কে আন্ত:ধর্মীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই রোববার সন্ধ্যায় সিটির উডসাউডের কুইন্স প্যালেসে এই ‘নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী’র ব্যানারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাসির আলী খান পলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফির মঞ্চে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিস সেন্টারের পরিচালক ইমাম শামসী আলী, মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কাইয়্যূম এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মনিকা রায় একজন শিশু কিশোর। অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডীর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে নিহতদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থণা করা হয়। মাহফিল পরিচালনা করেন উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।

মাহফিলে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, আলেগ্রা হোম কেয়ার সার্ভিস-এর কর্ণধার বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট বদরুজ্জামান, আখতার হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরী ও কামরুজ্জামান বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত মাহফিল আয়োজনে সহযোগিতায় ছিলেন ফাহাদ সোলায়মান, সৈয়দ আল আমীন রাসেল, রাব্বী সৈয়দ, আহসান হাবীব, জে মোল্লা সানি, সুব্রত তালুকদার, বাবুল হাওলাদার, ডা. টমাস দুলু রায়, রোমিও রহমান, মনিকা রায়, মুহাম্মদ শহীদুল্লাহ ও কামরুল ইসলাম সনি।

উল্লেখ্য, মহতি এই অনুষ্ঠানে কমিউনিটির উপস্থিতি কম হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। খবর ইউএনএ’র।