গত ১৮ অক্টোবর শনিবার ব্রঙ্কসের পার্কচেস্টারের ক্যাসল হিল এভিনিউর ওপরে (স্টার্লিং এভেন্যুর পাশে) নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে পুরনো ও সর্ববৃহৎ টিউটোরিং স্কুল খান’স টিউটোরিয়ালের ৮ম শাখার উদ্বোধন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবক এবং অতিথিদের সমাবেশে সুপরিসর এই টিউটোরিয়াল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শুরুতে টিউটোরিয়ালের প্রেসিডেন্ট ড. ইভান খান সকলকে স্বাগত জানিয়ে তাদের শিক্ষাদানের পদ্ধতি ও গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন নেইবারহুডে আমাদের শাখা খুলেছি। এই ধারা অব্যাহত রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা যাতে সেরা টিউটোরিয়াল তাদের কাছাকাছি এলাকায় পায়। এতে তারা স্বাচ্ছন্দ বোধ করে। তিনি ব্রংক্সের বাংলাদেশি কম্যুনিটির ভুয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘদিন থেকে আমরা এই কম্যুনিটির সাথে কাজ করছি। এখানকার অভিভাবকদের সহযোগিতার জন্য তিনি খান’স টিউটোরিয়ালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় পিএস ১৪৭এক্স এর প্রিন্সিপাল ড. রামোনা ডুরান বলেন, আমি বিশ্বাস করি সব শিশুই জন্মগতভাবে মেধাবী। কিন্তু তাদের প্রয়োজন সম্পদ ও সুযোগ । আর খান’স টিউটোরিয়াল এই সমর্থন, সম্পদ ও সুযোগ্ প্রদান করছে। ফলে শিক্ষার্থীরা স্কুলে পড়ার পাশাপাশি বাড়তি প্রশিক্ষণ পেয়ে এবং সমর্থন পেয়ে নিজেদের আরো দক্ষ করে তুলতে পারছে। তিনি এটাকে সম্পুর্ণ শিক্ষামুলক বলে উল্লেখ করেন।

অপর বিশেষ অতিথি উইংস একাডেমি হাইস্কুলের প্রিন্সিপাল ড. মনিক জ্যাকসন-ডিকেন্স বলেন, খান’স টিউটোরিয়ালের এই শাখাটি কেবল রুম বা স্পেস নয়, এটি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার ক্ষেত্র। এই শাখাটি তাদের স্বপ্ন দেখাতে শেখাবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখাবে। ভবিষ্যতে তারা তাদের জীবনে তা বাস্তবায়ন করবে।
খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন ড. নাঈমা খান বলেন, এই নতুন শাখা কেবল একটি শাখা বৃদ্ধি নয়, এটা খান’স টিউটোরিয়ালের শিক্ষার প্রসার এবং প্রতিশ্র¤œতি রক্ষা।
বিখ্যাত খলিল বিরিয়ানির ক্যুলিনারি কলেজের সার্টিফিকেটধারী শেফ খলিলুর রহমান বলেন, খান’স টিউটোরিয়ালের এই শাখাটি বাংলাদেশী অধ্যুষিত এলাকার কেন্দ্রস্থলে। এর ফলে আমাদের ছেলেমেয়েরা ভাল শিক্ষা অর্জনের সুবিধা পাবে।
ব্রঙ্কসের এই নতুন শাখার ঠিকানা ১৫১৯ ক্যাসল হিল এভিনিউ। ফোনঃ ৯১৭-৮৭৩-৫৪০৭। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে