১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কে দর্শকদের ব্যাপক উম্মাদনার জোয়ারে ‘জেমস’র লাইভ ইন কনসার্ট

নিউ ইয়র্কে দর্শকদের ব্যাপক উম্মাদনার জোয়ারে ‘জেমস’র লাইভ ইন কনসার্ট

বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের অতিপ্রিয় নগর বাউল খ্যাত ‘জেমস’র লাইভ কনসার্ট মানেই সঙ্গীত প্রিয় তরুণ তরুণীসহ দর্শকদের আনন্দের উম্মাদনায় ভেসে যাওয়া। যার সর্বশেষ সাক্ষাত মিলেছে গত ৫ জুলাই শনিবার জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস জেমস এর অনবদ্য পরিবেশনা সন্ধ্যার পর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত। জেমস এর যাদুকরী কন্ঠ, সুরে আর গিটারের অপুর্ব সমন্বয়ে মজে গিয়েছিলেন হল ভর্তি দর্শক। মুখে সুর মিলিয়ে,হাত নেড়ে এ অনুষ্ঠান উপভোগ করেছে। একে একে জেমস তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখেন পরিবেশনার যাদুকর জেমস।

অভিনেত্রী রিচি সোলায়মান ও নওশীন এর সঞ্চালনায় শুরু হওয়া এই কনসার্টের শুরুতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, প্রেমা, অনিক রাজ ও রিয়া রহমান। রাত সাড়ে নয়টায় হাজারো দর্শকের করতালির মুর্ছনায় মঞ্চে আসেন জেমস। উল্লাসে ফেটে পড়া দর্শক গ্যালারি থেকে ভেসে আসতে থাকে লাভ ইউ গুরু, জয় গুরু ধবনি ।

বর্তমানে ফারুক মাহফুজ আনাম জেমস বাংলা গানের জগতে একটি অতি জনপ্রিয় নাম। তার জনপ্রিয় কিছু গান পলাশীর প্রান্তর, মা ,জেল থেকে বলছি, রিনা, যদি এই শীত, কবিতা, ঠিক আছে বন্ধু, দুখিনি দুঃখ করো না- ইত্যাদি গানগুলো তরুণ তরুণীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ধওরও রেখেছে। নিউ ইয়র্কে জেমস আবারো অগণিত ভক্ত-দর্শক হৃদয়ে রীতিমতো উন্মাদনা আর ভালোবাসা ছড়িয়ে গেলেন।

গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস এই লাইভ কনসার্টে সহযোগিতায় ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। অনুষ্ঠানের বক্তব্য রাখেন গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রধান নির্বাহী শাহ নেওয়াজ, এম্পায়ার কেয়ার এজেন্সীর নুরুল আজিম, ফাউমা ইনোভেটিব’র কর্ণধার ফাহাদ সোলায়মান, বিশিষ্ট এটর্নি মঈন চৌধুরী, ‘স্টার গ্রুপ’র প্রেসিডেন্ট রকি আলিয়ান প্রমূখ।

অনুষ্ঠানের প্রোমোটার-আয়োজক এজাজুল ইসলাম নাঈম জানান, হাজারের অধিক দর্শকের উপস্থিতিতে ‘জেমস’র এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। নাঈম জানান, আমরা বিকেল থেকেই হলের বাইরে সোল্ড আউট লিখিত ব্যানার টানিয়ে দিয়েছিলাম। তারপরও প্রায় শ খানেক মানুষ হলে ঢোকার জন্য অপেক্ষায় থাকলেও স্থান সংকুলানের জটিলতায় আমরা তাদেরকে স্থান দিতে পারিনি।

তারুণ্যদীপ্ত প্রোমোটার-আয়োজক এজাজুল ইসলাম নাঈম এর সফল পরিবেশনা

নিউইয়র্কের সাংস্কৃতিক ভুবনে প্রোমোটার-আয়োজক এজাজুল ইসলাম নাঈমের অভিষেক বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও ব্যান্ড তারকাদের সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে। প্রবাসীদের ক্লান্তিময় জীবনে মৃঙ্খলাপুর্ণ আয়োজনে মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যর আয়োজনের মধ্য দিয়ে নাঈম দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকের। নিউ ইয়র্কে আসার আগে মিশিগানেও নাঈম ছিলেন সেখানকার সাংস্কৃতিক আয়োজনের জনপ্রিয় কান্ডারী ।

গত ৬ জুলাই নিউইয়র্ক মাতিয়ে দর্শক মনে যে ঢেউ জাগালেন জেমস, তার নেপথ্য এই প্রোমোটার-আয়োজক নাঈম। এর আগে জনপ্রিয় কন্ঠশিল্পী, তারুণ্যের হার্টথ্রব তাহসানকে নিউইয়র্কে পরিবেশন করে প্রশংসিত হন নাঈম। ধীরে ধীরে সংসস্কৃতির পরিবেশনায় সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন প্রোমোটার-আয়োজক এজাজুল ইসলাম নাঈম। ছবি হাবিবুল চৌধুরী