১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে শিক্ষার্থীদের জন্য জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি

নিউইয়র্কে শিক্ষার্থীদের জন্য জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচিতে শত শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস)। জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ।

বাবা-মায়ের সঙ্গে আসা শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে ক্যাপ্টেন টিলি পার্ক। শিক্ষা উপকরণ উপহার হিসাবে পেতে লম্বা লাইন ধরে শিশুরা। তাদের মধ্যে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা। ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের আওতায় তাদের হিসাবে দেওয়া হয় ব্যাগ, পেন্সিলম নোটবুক, ফোল্ডার, ওয়াটার জগ, পুতুলসহ নানান কিছু। এছাড়া ছিল মজার সব খাবার।

গত কয়েক বছর ধরে শিশুদের জন্য উপভোগ্য এই অনুষ্ঠানের আয়োজন করছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করতে পারায় নিজেদের সার্থক মনে করেন আয়োজকরা।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের স্পন্সর গহর এস. জামিল, সংগঠনের সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের আহ্বায়ক ও উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন, সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, প্রমুখ। এসময় ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্কুল খোলার শুরুতে শিক্ষা উপকরণ সংগ্রহ নিয়ে শিক্ষার্থীদের বাবা-মায়েরা একটু দুশ্চিন্তায় থাকেন। তাদের কাজটাকে আমরা সহজ করে দেই ব্যাক-টু- স্কুল প্রোগ্রামের আয়োজনের মাধ্যমে। পাশাপাশি শিশুদের উৎসাহ দেওয়া। কোমলমতি শিশুদের মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখে।