গত ৩০ নভেম্বর রবিবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে নিউইয়র্কে প্রবাসী বৃন্দাবন সরকারি কলেজ পরিবারের উদ্যোগে ‘হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন,যুক্তরাষ্ট্র ইনক-এর অভিষেক ও থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে ছিল বাংলাদেশি ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন। সদস্য সচিব এডঃ রহিম শেখের সঞ্চালনায় এবং বিদায়ী সভাপতি জায়েদুল মোহিত খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। স্বাগতিক বক্তব্যে বিদায়ী সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাগতিক বক্তব্য রাখেন আহবায়ক দেওয়ান মুতাচ্ছির মঞ্জু, সমন্বয়কারী মোঃ আব্দুল ওয়াহেদ। এরপরই বিদায়ী সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরে তাঁর বিদায়ী বক্তব্য প্রদান করেন। বিদায়ী বক্তব্যে তিনি গত দুই বছরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন, এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ গ্রহণ করান প্রধান নির্বাচন কমিশনার ইব্রাহিম খলিল বারভ‚ঁইয়া।শপথ গ্রহণের মাধ্যমে নতুন দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোঃ শফি উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক সোহাগ আফছার। সভাপতির বক্তব্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দায়িত্বশীলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।পদধারীরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি প্রবাসে বৃন্দাবন কলেজের বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।নতুন কমিটিকে স্বাগত জানান অন্য দুই নির্বাচন কমিশনার ফজলুর রহমান চৌধুরী ও আবু সাঈদ চৌধুরী কুটি।
আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি মন্ডলীর সদস্যা আশুপ্তা খানম রাখি ,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু,সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল আবেদীন মাসুম, সম্মানিত সদস্য এম ফয়সল আহমেদ, প্রাক্তন সভাপতি এম আলমগীর মিয়া, সম্মানিত সভাপতি মন্ডলীর সদস্য মিয়া মোঃ আকছির।

যাদের উপস্থিতিতে ছিল অনুষ্ঠানের প্রানবন্ত ও আলোকিত করেছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের হবিগঞ্জের গর্ব এটর্নি মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের অব আমেরিকা ইনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুখন হাকিম, উপদেষ্টা মোজাহিদ আনসারি, উপদেষ্টা এডঃ নাসির উদ্দিন উপদেষ্টা বাবু নারায়ণ দেবরায় , উপদেষ্টা জাকির হোসেন চৌধুরী অসীম, ছাত্র নেতা আব্দুল মুকিত , বাংলাদেশ সোসাইটির সাবেক উপদেষ্টা ওয়াসি চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম চেয়ারম্যান, ডাঃ জালাল উদ্দিন, আব্দুল মোমেন প্রমুখ।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় থ্যাঙ্কসগিভিং সেশনে, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রাক্তন বৃন্দাবন কলেজ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশের বিভিন্ন অভিজ্ঞতা ও বার্তা শেয়ার করেন। বক্তারা প্রবাসে থেকেও শিকড়ের টানে কলেজকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত এবং সুধী সমাবেশে বক্তব্য ছিল সন্ধ্যা ব্যাপী আয়োজনের প্রধান আকর্ষণ। উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন প্রবাসীদের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করেছে এবং কলেজের সুনাম বিশ্বে তুলে ধরতে গুরুত্বপ‚র্ণ অবদান রাখবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে বৃন্দাবন কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আরো বৃহৎ পরিসরে কর্মসুচি হাতে নেওয়া হবে।
উষ্ণতা, প্রীতি, ঐক্য ও কৃতজ্ঞতার আবহে সফলভাবে শেষ হয় সরকারি বৃন্দাবন কলেজ যুক্তরাষ্ট্র ইনক’র অভিষেক ও থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন অনুষ্ঠান।