১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলে গেলেন কমিউনিটির পরিচিত মুখ হাসান চৌধুরী মাসুম

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন প্রবাসী মহলে সবার পরিচিত হাসান চৌধুরী মাসুম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দ্রুত এলমহাস্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ মাসুম চৌধুরী আশির দশকে আমেরিকায় পাড়ি জমান। তিনি সিলেট শহরের তাতিপাড়ার বাসিন্দা মৌলভী আহসান চৌধুরীর ছোট ছেলে। বিনয়ী, ভদ্র ও পরোপকারী স্বভাবের জন্য প্রবাসী মহলে প্রিয়পাত্র ছিলেন তিনি। আর দিন কয়েক পরেই দেশে যাবার টিকেটও ক্রয় করেছিলেন মাসুম চৌধুরী জানিয়েছেন এষ্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস এর নজরুল ইসলাম। দেশে ঠিকই তিনি গেলেন তবে বিমানের সীটে বসে নয়, কার্গো বে-তে শুয়ে।

২০ সেপ্টেম্বর শনিবার বাদ এশা ইস্ট এলমহার্স্টস্থ আবু হুরায়রা মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেছেন মসজিদের পেশ ইমাম ফয়েক উদ্দীন।

এসময় হাসান চৌধুরী মাসুম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং মসজিদ কমিটির সভাপতি আব্দুর রউফ রশিদ। জানাজার নামাজে কমিউনিটির নেতৃবৃন্দসহ নিউইয়র্ক, নিউজার্সি,কানেকটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। মরদেহ ২১ সেপ্টেম্বর রোববার দেশে পাঠানো হয়েছে। বুধবার বাদ জোহর জানাজার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার কবরস্থানে মায়ের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।

এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের কর্ণধার নজরুল ইসলাম জানান, ২৩ সেপ্টেম্বর আমিরাতে রাত ১টা ৩০ মিনিটে স্ত্রী সন্তানদের নিয়ে দেশে যাওয়ার জন্যে তিনি টিকেট কিনে তা কনফার্ম করেছিলেন। জীবিত অবস্থায় সেই আকাক্সক্ষা পূরণ না হলেও কফিনবন্দি হয়েই ফিরে গেলেন দেশের মাটিতে। সিলেটে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নিউইয়র্কের পরিচিতমুখ হাসান চৌধুরী মাসুম।

তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রবাসী কমিউনিটি শোকাহত। পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।