২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে ‘এশিয়ান হেরিটেজ বিজনেস লিডার’ অ্যাওয়ার্ড পেলেন গোল্ডেন এজ হোমকেয়ার এর শাহ নেওয়াজ

নিউইয়র্কে ‘এশিয়ান হেরিটেজ বিজনেস লিডার’ অ্যাওয়ার্ড পেলেন গোল্ডেন এজ হোমকেয়ার এর শাহ নেওয়াজ

নিউইয়র্কে ২০২৫ সালের এশিয়ান হেরিটেজ বিজসেন লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ। গত ১১ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গোল্ডেন এজ হোম কেয়ারের অফিসে শাহ নেওয়াজের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন ডিসি-৩৭ এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ারম্যান ও অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারী এম করিম চৌধুরী ও করেসপন্ডিং সেক্রেটারি জেড মাতালোন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৬২টি লোকাল ইউনিয়নের সমন্বয়ে গঠিত ডিস্ট্রিক্ট (ডিসি)-৩৭। এ সংগঠনে কর্মরত ১৫০০০০ সাধারণ সদস্য এবং অবসরপ্রাপ্ত ৮৬০০০ সদস্য রয়েছেন। সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশী শাহ নেওয়াজ সহ মোট ৩ জনকে এবছর এশিয়ান হেরিটেজ বিজনেস লিডার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।