গত ২৬শে নভেম্বর বুধবার জ্যাকসন হাইট্স নবান্ন পার্টি সেন্টারে শহীদ সামসুজ্জোহা স্মৃতি ফাউন্ডেশনে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে ফান্ডরাংজিং ও থ্যাংক্সগিভিং পার্টি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফতেনুর আলম বাবু সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান , সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও সাহিত্য সম্পাদক শাহীন কেয়া । অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ , বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু , সাইদুর রহমান ডন , এডঃ শাহ বখতিয়ার হোসেন , আহসানউল্লাহ ফিলিপ , আকলিমা রানা চৌধুরী , সাবেক সভাপতি একেএম মনিরুল হক রাহুল , সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, কার্যকরী কমিটির সদস্য কনা , ফেরদৌস জান্নাত লিপি , নিলুফার জেরীন ,সোনিয়া সুলতানা, মোঃ ইস্রাফিল, মনিরুজ্জামান টুটুল , মোছাঃ পারভিন, শমসের জামান , এরশাদ রাফি তুহিন , তোফাজ্জল লিটন , শামসুজ্জামান, মাসুদ বেগ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিলুফার জেরীন, এরপরে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন , রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু , সাইদুর রহমান ডন , আহসানউল্লাহ ফিলিপ , এডঃ শাহ বখতিয়ার , আকলিমা রানা চৌধুরী, সাবেক সভাপতি একেএম মনিরুল হক রাহুল , সাধারণ সম্পাদক শাহ শফি আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, মোঃ মনিরুজ্জামান টুটুল , মোঃ ইস্রাফিল। বক্তব্যে সবাই কিভাবে আরো বেশি ফান্ডরাংজিং করা যায় ও সেটা কিভাবে সুষ্ঠুভাবে বন্টন করা যায় সে বিষয়ে আলোচনা করেন ।
এছাড়া যারা উপস্থিত হতে পারেননি তারাও সংগঠনের একাউন্টে জেল করে ফান্ডরাংজিং এ শরীক হতে পারবেন । সংগঠনের জেল করতে Rajshahi University alumni Association এর Zelle ইমেল ruusa1953@gmail.com ব্যবহার করতে অনুরোধ করা হয় । উপস্থিত সবাই ফান্ডরাংজিং এ শরীক হন এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ফান্ডরাংজিং অব্যাহত রাখার আহ্বান জানান।
সংগঠনটির ফান্ডরাংজিং অনুষ্ঠান শেষে সংগঠনে বিশেষ অবদান রাখায় সাবেক সভাপতি সম্মানিত উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু ও সাইদুর রহমান ডনকে সম্মাননা প্রদান করা হয় ।
পরিশেষে সভাপতি ফতেনুর আলম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ফান্ডরাংজিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডনেশন করার জন্য এবং এটা যেন অব্যাহত রাখতে পারেন সেই প্রত্যাশা করেন । বক্তব্যের শেষে রাতের থ্যাংক্সগিভিং ডিনারে সবাইকে আমন্ত্রণ জানান।
সবাই এক সাথে থ্যাংক্সগিভিং ডিনারে তার্কির পাশাপাশি রাতের খাবার শেষে অনুষ্ঠানটি শেষ হয় । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে