১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আটলান্টিক সিটিতে ‘হালাল ভাই কাচ্চি’র সুহৃদ সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি অ্যান্ড সুইটস’ এর উদ্যোগে সুহৃদ সমাবেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সিটির আর্কটিক অ্যাভিনিউতে অবস্থিত রেস্টুরেন্ট প্রাঙ্গণে এ আয়োজন হয়।

সুহৃদ সমাবেশে ছিল আড্ডা, কথামালা, মতবিনিময়, সংগীত পরিবেশনা ও বারবিকিউ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ, সোহেল, হেলাল ও লিখন।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সেলিম, এইচ এম আজমুল হক (তানিম), মো. দিনার ইসলাম, মাজহারুল ইসলাম জয় ও লাভলি ইসলাম অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি অ্যান্ড সুইটস’ রেস্টুরেন্টেে মিষ্টি, জিলাপিসহ বিভিন্ন বাঙালি খাবার সুলভ মূল্যে পাওয়া যায়। জন্মদিন, বিবাহ, বনভোজনসহ নানা সামাজিক অনুষ্ঠানের জন্য কেটারিং সুবিধাও রাখা হয়েছে। এখানে টেক ইন ও টেক আউট দুটো ব্যবস্থাই রয়েছে।

অভিজ্ঞ শেফের হাতের উপাদেয় খাবারের জন্য ইতোমধ্যেই রেস্টুরেন্টটি সুনাম অর্জন করেছে। আটলান্টিক সিটি ও আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সমাবেশে যোগ দেন। – সুব্রত চৌধুরী প্রেরিত