১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সোসাইটির যৌথসভায় নতুন ভবন ক্রয়ের চুড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশ সোসাইটির নতুন ভবন কেনার সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকার ১৮৪ স্ট্রিটে অবস্থিত বিশাল একটি ভবন কেনার প্রাথমিক ধাপ হিসাবে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে।

গত ৫ অক্টোবর রোববার বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্ট্রি বোর্ডের যৌথসভায় সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় কার্যকরী কমিটি কর্মকর্তা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজসহ অধিকাংশ ট্রাস্টি উপস্থিত ছিলেন।

সভায় নতুন ভবন কিনতে শিগগির চুক্তি স্বাক্ষরের জন্য সবার সম্মতি চাওয়া হয়। এই প্রস্তাবে সবাই হাত তুলে সম্মতি জানান। ফলে নতুন ভবন কিনতে চুক্তি স্বাক্ষর এখন সময়ের ব্যাপার। চলতি বা আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। এর আগে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় বাংলাদেশ ভবন বা বাংলাদেশ সেন্টার কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১০ মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে।

এখানে উল্লেখ্য,নতুন ভবনের দাম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৯ মিলিয়ন ডলার। যৌথসভায় বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পুর্তি উদযাপনে করণীয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সভায় ভবন কেনার বিষয়টি প্রাধান্য পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে