১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি
এক্সিকিউটিভি মেম্বার সেক্রেটারি

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) নতুন কমিটি গঠিত, গিয়াস আহমদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) নতুন কমিটি গঠিত, গিয়াস আহমদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ

গত ৩১ আগস্ট দুপুরে নায়াগ্রা ফলস হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় স্টিয়ারিং কমিটির বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাহ নেওয়াজ। অংশ গ্রহণ করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা যথাক্রমে এক্সিকিউটিভি মেম্বার সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, হোসেন খান, আলী ইমাম, গিয়াস আহমেদ, ড. আবু জুবায়ের দারা, ডা. মাসুদুর রহমান, ট্রেজারার ফিরোজ আহমেদ, নিশান রহিম, শাহাব উদ্দিন সাগর, এনায়েত আলী, ওয়াহিদ কাজী এলিন, তারেক হাসান খান, তোফায়েল আহমেদ, বিলাল চৌধুরী, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, দেওয়ান আজিম, ইলিয়াস মিয়া, মোহাম্মদ হাসান ও আনোয়ার হোসেন।
বৈঠকে ২০২৬ -২০২৭ সালের জন্য গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারর নির্বাচিত হন। স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। নতুন কমিটির নির্বাচিত পাঁচ জন এবং তিন জন সাবেক চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ হোসনে খান, আলী ইমাম, ডা. মাসুদুর রহমান এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ মিলে নতুন স্টিয়ারিং কমিটি ও পরবর্তী কনভেনশনের স্থান পরে ঘোষণা করবেন বলে জানানো হয়।