আগামী ১ ও ২ অক্টোবর নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা আয়োজন করছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন ।
এ উপলক্ষে গত ১০ই আগস্ট রবিবার সন্ধ্যায় নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপরোক্ত ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।
বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারে তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রীয়াঙ্কা বসাকের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক, সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল।
টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা, আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ।
সাংবাদিকদের প্রশ্বের উত্তরে জানানো হয়, এবার টাইমস স্কোয়ার পূজায় আগতদের বিশেষ করে যারা শিশুদের ষ্ট্রলারে করে আনবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া অন্য ভাষা ওসংস্কৃতির মানুষদের দুর্গোত্সবের সাথে পরিচয় করে দেওয়ার জন্যও কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে।
কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ, এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনাও থাকছে।
এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা, এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।সাংবাদিক সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন। সকল ছবি পরিচয় এর নিজস্ব।