১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুলাল বেহেদু’র বারবিকিউ ঢাকা জেলাবাসীদের মিলনমেলায় পরিণত Screenshot

গত ১২ অক্টোবর রবিবার ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু তার এলমহার্ষ্টস্থ বাসবভনে বিশাল বারবিকিউ পার্টির আয়োজন করেছিলেন। বৃষ্টিস্নাত সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত বারবিকিউ আয়োজনে উপস্থিত হয়েছিলেন ‘ঢাকা জেলা এসোসিয়েশনের অর্ন্তভ‚ক্ত দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Screenshot

এ যেন হয়ে উঠেছিল ঢাকা জেলার ৫টি উপজেলাবাসীদের মিলন মেলা। স¤প্রীতি, সৌহার্দ্যে আয়োজিত পার্টিতে অংশ নিয়েছেন কমিউনিটির সুধিজন ও মিডিয়া-কর্মীরা। উপস্থিত অতিথিদের স্বাগত জানান দুলাল বেহেদু এবং তার স্ত্রী আছিয়া আক্তার।

Screenshot

অনুষ্ঠানটি ছিল সম্পুর্ণরূপে ভিন্ন এবং ব্যতিক্রমী একটি আয়োজন। অনুষ্ঠানে দুলাল বেহেদু দম্পতির একমাত্র কন্যা দানিন আফনান’র সম্প্রতি পবিত্র কোরআন শরিফ খতমের জন্যে শুকরিয়া জানানো হয়। আগতরা তার উজ্জল ভবিষ্যত কামনা করেছেন। সকলের জীবনে শান্তি কামনায় অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেছেন মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান।

Screenshot

দুলাল বেহেদু বলেছেন, আমরা কাজের ব্যস্ততার মাঝেও সংগঠন করি নিজেদের মাঝে সম্প্রীতির ঐতিহ্য, সৌহার্দের বন্ধন অটুট রেখে কল্যাণমুলক কাজ করতে। পরস্পরের সহযোগিতায় ফেলে আসা প্রিয় স্বদেশের উন্নয়নেও আমরা নিবেদিত থাকি। আপনাদের সকল সহযোগিতার জন্যে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে এই আয়োজন আমি প্রতি সামারেই আয়োজন করে আসছি।

Screenshot

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যৈ মূলধারার রাজনীতিক, ঢাকা জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদসহ অপর উপদেষ্টবৃন্দ, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, কমিউনিট বোর্ড মেম্বার আহসান হাবিব, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুর রশিদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন ।

Screenshot

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু শত ব্যস্ততার মাঝেও বৃষ্টিস্নাত সন্ধ্যায় বারবিকিউ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ধন্যবাদ জানান।

Screenshot