১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহার উপজেলা সমিতির বনভোজন ২৯ জুন রবিবার হেম্পস্টেড লেক স্টেটপার্কে

২৯ জুন রবিবার দোহার উপজেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের হেম্পস্টেড লেক স্টেটপার্ক ফিলিপ স্কট প্যাভিলিয়নে। দোহারবাসী সহ সকল পৃষ্ঠপোষক ও শুভাকাংখীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন দোহার উপজেলা ইউ এসএ’র সভাপতি দুলাল বেহেদু এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল, আহবায়ক শাহিনুর রহমান বিপ্লব, প্রধান সমন্বয়কারী শফিউদ্দিন সফা, প্রধান পৃষ্ঠপোষক আছিয়া আক্তার ও সদস্য সচিব রবিউল আলম।