২৯ জুন রবিবার দোহার উপজেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের হেম্পস্টেড লেক স্টেটপার্ক ফিলিপ স্কট প্যাভিলিয়নে। দোহারবাসী সহ সকল পৃষ্ঠপোষক ও শুভাকাংখীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন দোহার উপজেলা ইউ এসএ’র সভাপতি দুলাল বেহেদু এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল, আহবায়ক শাহিনুর রহমান বিপ্লব, প্রধান সমন্বয়কারী শফিউদ্দিন সফা, প্রধান পৃষ্ঠপোষক আছিয়া আক্তার ও সদস্য সচিব রবিউল আলম।