১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওজনপার্কে দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসার উদ্বোধন

নিউইয়র্কের কুইন্সের ওজনপার্কে দারুস সুন্নাহ লতিফিয়া নিউইয়র্কের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার ফুলতলি জামে মসজিদে ২১ জন হাফিজকে পাগড়ি প্রদানের মাধ্যমে এ মাদ্রাসার উদ্বোধন করা হয়।মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাওলানা হাফিজ আবি আবদুল্লাহ আইনুল হুদা। এখানে হেফজ বিভাগে তিন বছরের এবং আলিম কোর্সে চার বছরের পূর্ণকালীন পাঠক্রম চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস লাইফ অ্যান্ড অ্যাডভাইজর ফর মুসলিম লাইফ বিভাগের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর হাফিজ ইবাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা আবদুল্লাহ যুবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজ মো. আবদুল লতিফ হুদা। পাগড়িপ্রাপ্ত ২১ জন হাফিজের মধ্যে ১২ জন কোরআনের আলোকে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরেন। তাদের আলোচনা উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়ায়।

এ সময় আরও বক্তব্য দেন ফুলতলি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আলিম, সভাপতি গুলজার আলী, সেক্রেটারি জামাল হোসেন, কোষাধ্যক্ষ আবদুল হান্নান দুখু, উপদেষ্টা হাফিজ নজরুল ইসলাম, আহলে বাইত মসজিদের ট্রাস্টি মোতাহের হোসেন চৌধুরী, অভিভাবক কাজী ফরিদ আহমেদ, সেলিম চৌধুরী ও মাদ্রাসার পরিচালক আহসানুল হক ফরহাদ। প্রধান অতিথি হাফিজ ইবাদুর রহমান বলেন, ‘দ্বীনের জ্ঞান মানুষকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। কোরআন ও সুন্নাহ জ্ঞানের আলোয় মানুষ আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে সঠিক ধারণা লাভ করে।’

অধ্যক্ষ মাওলানা আইনুল হুদা বলেন, একজন হাফিজ শুধু দ্বীনি জ্ঞানেই সমৃদ্ধ হন না, বরং যেকোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। তিনি উদাহরণ দিয়ে জানান, তার দুইজন সাবেক ছাত্র বর্তমানে একজন পেন্টাগনে ও আরেকজন গুগলে কর্মরত। মাদ্রাসার সেক্রেটারি জামাল হোসেন জানান, হেফজ ও আলিম কোর্সে ফুলটাইমের পাশাপাশি পার্টটাইম পড়াশোনারও সুযোগ থাকবে। পাশাপাশি আফটার স্কুল ও উইকেন্ড স্কুলের ব্যবস্থাও থাকবে, যাতে শিক্ষার্থীরা সাধারণ পড়াশোনার পাশাপাশি দ্বীনি শিক্ষাও নিতে পারে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে