নিউ ইয়র্কে বসবাসরত চৌদ্দগ্রামবাসীর ভালোবাসা ও সহযোগিতায় গত শনিবার ৩০ শে আগস্ট লং আইল্যান্ডের হেকশায়ার ষ্টেট পার্কেযুক্তরাষ্ট্র চৌদ্দগ্রাম সোসাইটির বনভোজন ২০২৫ – মিলনমেলা প্রাণবন্ত ও আনন্দময় হয়েছে।
হাজারো মানুষের অংশগ্রহণে প্রবাসের মাটিতে এক টুকরো চৌদ্দগ্রাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র চৌদ্দগ্রাম সোসাইটি ।
বনভোজস সফল হওয়ায় বিশেষ কৃতজ্ঞতা যুক্তরাষ্ট্র চৌদ্দগ্রাম সোসাইটির বোর্ড অফ ট্রাস্টি, সভাপতি ও সমন্বয়কগণকে, যাঁরা শুরু থেকেই দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে এই আয়োজনকে সফল করেছেন।
এই দিনটি ছিল মেলার আহবায়ক অপন ইমামের জন্য জন্য গর্বের মুহূর্ত:ম “Appreciation Award – Convener, Picnic 2025” পেয়ে সম্ম্নাত হওয়ায় , যা প্রদান করেছে যুক্তরাষ্ট্র চৌদ্দগ্রাম সোসাইটি। তিনি জানান, তবে এই স্বীকৃতি শুধুই আহবায়কের একার নয় নয়, পুরো বনভোজন বাস্তবায়ন কমিটি ২০২৫ টিমকে উৎসর্গ করেছেন তিনি। সহযোগিতা ও দলগত চেষ্টাতেই এই আয়োজন সফল হয়েছে। তিনি আরো বলেন, আমরা চৌদ্দগ্রামবাসীএকসাথে থাকবো, একসাথে এগিয়ে যাবো।