৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে শোক ও বিজয়গাথা মুক্ত নীড় ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে শোক ও বিজয়গাথা মুক্ত নীড় ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে এবং সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে গৌরবময় বিজয় দিবস ২০২৫ উপলক্ষে -আগামী ১৪ ডিসেম্বর, রোববার, নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শোক ও বিজয়গাথা মুক্ত নীড় ২০২৫” অনুষ্ঠান। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজনে থাকছে আলোচনা, সংগীত, সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা পারভেজ কাজীর অফিস কাকাতুয়া এজেন্সিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি সাবিনা শারমিন নিহার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল।

সভায় অনুষ্ঠানের গুরুত্ব ও সফল আয়োজন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক দুই সভাপতি ও বর্তমান উপদেষ্টা পারভেজ কাজী এবং মুহাম্মদ আবদুল আজিজ নঈমী। বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সবার অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা কমিটির সদস্য মোল্লা মতবিনিময়ে অংশ নিয়ে প্রস্তুতি কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ প্রদান করেন। এছাড়া বক্তব্য দেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক গোলাম মুহিত, সহ-সভাপতি ও মুক্তনীড়-এর সম্পাদক ওয়াহিদুজ্জামান বকুল, যুগ্ম সম্পাদক অনুপ দাশ, ফারহানা আখতার, লাভলি, এবং সাইফুল ইসলাম।

শোক ও বিজয়গাথা মুক্ত নীড় ২০২৫ -অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আবৃত্তিকার ও মনননিবদ্ধ ভাবগানের অনন্য পরিবেশক তাজুল ইমাম। গান ও কবিতার মিশ্রণে তিনি সৃষ্টি করবেন এক ভিন্নতর আবহ। এছাড়া আয়োজনটির পরিচালনা, নির্দেশনা ও অংশগ্রহণে থাকবেন মহিতোষ তালুকদার তাপস, যিনি স্বাধীন বাংলা বেতারের গান, গণসঙ্গীত এবং “দাও দাও রক্তে রাঙা”পরিবেশনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে তুলে ধরবেন।

অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণ – শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নতুন প্রজন্মের কণ্ঠে দেশাত্মবোধক গান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাইয়ের পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। নতুন প্রজন্মের কণ্ঠে দেশাত্মবোধক গানে অংশগ্রহন করবে – রুদ্রনীল দাশ রুপাই, আলভার চৌধুরী ও জারিন মাইশা।

এই আয়োজনে অংশগ্রহণকারী এলামনাই সংগঠনগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ আমেরিকা।

সভায় বক্তারা বলেন, বিজয় দিবসের মতো ইতিহাসমণ্ডিত দিনকে প্রবাসে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি আরও বর্ণিল, অর্থবহ ও করে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এবারের “মুক্ত নীড় ২০২৫” আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রবাসী সকল বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এক অনন্য মিলনমেলায় একত্রিত হবেন। শোক ও শক্তির এ সম্মিলনে সবার উপস্থিতি কামনা করছে আয়োজকরা। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে