১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ এম রেজা স্মরণে চট্টগ্রাম সমিতির শোকসভা অনুষ্ঠিত

গত ২৮ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় ব্রকলিনস্থ ‘চট্টগ্রাম ভবন’ এ চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে সদ্য প্রয়াত সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার, প্রতিষ্ঠানটির আজীবন সদস্য, ব্রæকলিন তথা নিউইয়র্ক এর একজন গুণীজন সৈয়দ এম রেজা স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে শোকসভাটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরিচালিত হয়।


সৈয়দ এম রেজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ এবং বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ এবং মোনাজাতের পরপরই চট্টগ্রামবাসীর উপস্থিতিতে স্মরণ সভার কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক দুইবারের সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী শাখাওয়াত হোসেন আজম, সমিতির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান জনাব শামসুল আলম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট রাজনীতিবিদ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া , সাবেক সাধারণ সম্পাদক , মুনির আহমেদ ,মোর্শেদ রিজভী চৌধুরী, মোহাম্মদ সেলিম, কার্যকরী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক নির্বাচন কমিশনার, বিশিষ্ট রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবুল কাসেম চট্টলা,সংগঠক হেলাল মাহমুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, মিরাসসরাই সমিতির মোহাম্মদ কাওসার, সীতাকুন্ডু সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক, সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী জাফর উল্লাহ, এভভোকেট আবদুল হামিদ, বর্তমান কার্যকরী কমিটির পক্ষে মোহাম্মদ আজিজ সোহেল, মোহাম্মদ ইছা, কলিমুল্লাহ মাস্টার প্রমুখ


এছাড়া মাহফিলে উপস্থিত হয়েছিলেন সংগঠনের বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও শুভানূধ্যায়ী গুণীজন।আলোচকবৃন্দ মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।অত্যন্ত সাধাসিধে জীবনযাপন করা সৈয়দ এম রেজা সকলেরই প্রিয়ভাজন ছিলেন। চট্টগ্রামপ্রেমী হিসেবে স্বীকৃত ছিলেন , চট্টগ্রামবাসীর কল্যানে এই প্রবাসে দীর্ঘ ৩২ বছরের বেশি সময় কাজ করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক এবং তাঁর সন্তানেরা সকলেই সুপ্রতিষ্ঠিত। পেশাগত জীবনে হংকং সাংহাই ব্যাংকের কর্পোরেট বিভাগে কাজ করেছিলেন।


সবশেষে উপস্থিত সবাইকে রাতের খাবার দিয়ে আপ্যায়ণ করা হয়।