১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলার লোক উৎসব ও পথমেলা Screenshot

গত ২৭ সেপ্টেম্বর শনিবার প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ৭৬ স্ট্রিট ও ৩৭ এভিনিউ ও ৩৭ রোডেঅনুষ্ঠিত হলো গোল্ডেন এজ লোক উৎসব ও পথমেলা। নিউ ইয়র্কে সামারের শেষ দিকে আয়োজিত এই প্রথমেলায় প্রবাসীরা এসে একদিকে কেনা-কাটা করেছেন অন্যদিকে মঞ্চে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।

বিকেলে অনুষ্ঠানের আহবায়ক রাশেদ আহমেদ, সদস্য সচিব নুরুল আমিন বাবু, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক, সাধারণ সম্পাদকসহ উপস্থিত নেতৃবৃন্দ এই প্রথমেলা উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক তোফায়েল চৌধুরী লিটন, রাজনীতিক নূরুল আমীন বাবু প্রমুখ।

সেলিম ইব্রাহিম ও শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, রানু নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, রেশমি মির্জা, মিমি আলাউদ্দিন, নাজু আকন্দ,কামরুজ্জামান বকুল, বাউল কালামিয়া,আফতাব জনি, নেহা ও সেলিম ইব্রাহিম। এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন অনুপ দাস ডান্স একাডেমি, সংগীত পরিবেশন করেছেন তারার আলো’র শিল্পীরা এবং ফ্যাশন শোতে অংশ নিয়েছে নিউইয়র্ক ফ্যাশন হাউস। সন্ধ্যার প‚র্বে মেলার বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার তুলে দেন আয়োজক নেতৃবৃন্দ।