৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্ক ষ্টেট গভর্নর প্রার্থী ডেলগাডো’র সমর্থনে বাংলাদেশিদের ফান্ড রেইজিং

নিউ ইয়র্ক ষ্টেট গভর্নর প্রার্থী ডেলগাডো’র সমর্থনে বাংলাদেশিদের ফান্ড রেইজিং

আগামী বছর অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক ষ্টেট গভর্নর নির্বাচনে ডেমােক্র্যাট প্রার্থী ও বর্তমান লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও ডেলগাডো’র সমর্থনে বাংলাদেশিদের ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে গত ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে। সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ শীর্ষক ব্যানারে আয়োজিত এই ‘ফান্ড রেইজিং ফর ডেলগাডো’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মূল আয়ো্জক গোল্ডেন এজ হোমকেয়ার এর প্রধান নির্বাহী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজ ।

অনুষ্ঠানে ডেমোক্রেট নেতা আন্তোনিও ডেলগাডো বলেন, জোহরান নামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জানিয়েছেন, আশা করি তেমনিভাবে বাংলাদেশি কমিউনিটি আমার পাশেও থাকবে। এক প্রশ্নের জবাবে অ্যান্তেনিও ডেলগাডো বলেন, তিনি নির্বাচিত হলে হোম কেয়ার ব্যবসায় পিপিএল এর মনোপলি ব্যবসা বন্ধের উদ্যোগ নেবেন। কিভাবে বর্তমান গভর্ণর ক্যাথি হোকুলের সমর্থনে পিপিএল এককভাবে এ সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হবে। কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি হোম কেয়ার ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পনা হাতে নেব।

‘ফান্ড রেইজিং ফর ডেলগাডো’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আলী, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির সদস্য, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার,বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির সদস্য ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অফ ল,বালাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাংস্কৃতিক সম্পাদক অনুক রাজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুস সুবহান, গোল্ডেন এজ হোমকেয়ার ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, লায়ন আহসান হাবিব প্রমুখ।

এছাড়া বাংলাদেশ,পাকিস্তান এবং ইন্ডিয়ান কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

 

এই ফান্ড রেইজিং আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ফিরোজ আহমেদ, ফারাহ হোসেন, শাহ শহিদুল হক, শাহরিয়ার রহমান, এরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ প্রমূখ।