প্রবাসে যাদের ক্ষুদ্র ব্যবসা আছে বা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান, নিউইয়র্ক সিটির বিভিন্ন সুযোগ সম্পর্কে জানাতে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক’র উদ্যোগে গত ২৮ জুলাই সোমবার বিকেলে স্মল বিজনেস বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক’র এলমহার্ষ্টস্থ সোসাইটি ভবনে এই বিজনেস সেমিনারে নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ। নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ সোসাইটি আয়োজিত গুরুত্বপুর্ণ স্মল বিজনেস সার্ভিসেস ওয়ার্কশপে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছিলেন।
স্মল বিজনেস সার্ভিস কর্মশালায় সভাপতিত্ব করেছেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
ওয়ার্কশপে আলোচিত হয়েছে ব্যবসা পরিকল্পনা, পারমিট, লাইসেন্স ও শুরু করার জন্য প্রাথমিক সহায়তা। ফ্রি লিগ্যাল সহায়তা, ফাইন্যান্সিং, কর্মী নিয়োগ ও ট্রেনিং এবং কমপ্লায়েন্স সহায়তা। সার্টিফিকেশনসহ সরকারি কন্ট্রাক্টের জন্য আবেদন প্রক্রিয়ায় সহায়তা। নারীদের, কৃষ্ণাঙ্গ উদ্যোক্তা ও অন্যান্য সংখ্যালঘু স¤প্রদায়ের জন্য বিশেষ সহায়তা।
অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, স¤প্রসারণ এবং সরকারি সুযোগ-সুবিধা লাভের বিষয়ে হাতে-কলমে দিক-নির্দেশনা পেয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে