৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে মেরি জোবাইদা’র পক্ষে ‘বাকা’র ফান্ড রাইজিং সভা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে মেরি জোবাইদা’র পক্ষে ‘বাকা’র ফান্ড রাইজিং সভা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ থেকে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি প্রার্থী মেরী জুবাইদার সমর্থনে এক বিশাল ফান্ড রাইজিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৪ই জানুয়ারি) ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের হলরুমে ‘বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা) ফ্রেন্ডস এন্ড ফেমেলী’-র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল হাসিম হাসনু। বাকা’র সভাপতি সারওয়ার চৌধুরীর সাবলীল সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি ব্যক্তিত্ব জালাল চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড নাইনের সদস্য এমডি আলাউদ্দিন। আমেরিকান মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান সুসংহত করার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ আহবাব চৌধুরী খোকন, সাংবাদিক ও কুলাউড়া এসোসিয়েশন-এর সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৮৭ থেকে কমিউনিটি মনোনীত প্রার্থী জাকির চৌধুরী সিপিএ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাকসুদা আহমেদ, সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ ইকবাল রাজু, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ইসকন্দর আলী মিন্টু এবং ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক। এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মুমিনুল ইসলাম, মখন মিয়া এবং সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, দপ্তর সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য শেখ শাকিল আহমেদ শিমুল এবং সহযোগী সদস্য চৌধুরী মোমিত তানিম। প্রার্থী মেরী জুবাইদা তার বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমেরিকান মূলধারায় এগিয়ে আসার মাধ্যমেই আমরা আমাদের কমিউনিটির অধিকার সুনিশ্চিত করতে পারি। নির্বাচিত হলে আলবেনীতে বাংলাদেশিদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করব।” আমন্ত্রিত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।