১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কে বাংলাদেশের নন্দিত সুরকার নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

নিউ ইয়র্কে বাংলাদেশের নন্দিত সুরকার নকীব খানের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ শ্রোতারা

আশির দশক থেকে শুরু হয়ে বর্তমানের বাংলাদেশে ব্যান্ড সংগীত জগতের অন্যতম সেরা সুরকার-তারকা নকীব খান। গত ৭ আগস্ট তাঁরই সঙ্গীত জীবনের ৫০ বছর পুর্তিতে উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত সংগীত সন্ধ্যায় তিনি অংশ নেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের হৃদয় জয় করে নেন সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রধান এই ভোকালিস্ট। শোটাইম মিউজিকের বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন, ফাউমা ও কেবি মিউজিকের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে এই সংগীত অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ছিলেন আয়োজক কামরুজ্জামান বকুল, ফাহাদ সোলায়মান, সাইদুজ্জামান রিড, সাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাউন্ড গিয়ারের দক্ষ কারিগরি ব্যবস্থাপনায়। আর কিবোর্ডিস্ট নকিব খান ছিলেন যেন এক সংগীতের জাদুকর—যার সুরের মায়াজালে বুঁদ হয়ে ছিলেন দর্শক-শ্রোতারা।এছাড়া অনবদ্য ড্রাম বাজিয়ে মুগ্ধ করেন সাইদুজ্জামান রিড। শুরুতে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, আফতাব জনি, তৃনিয়া হাসান এবং আরও কয়েকজন অতিথি শিল্পী। তাদের পরিবেশনা মূল পর্বের আগে অনুষ্ঠানের আবহ তৈরি করে দেয়। রাত যত গভীর হয়, পরিবেশ ততই ঘোরলাগা হয়ে ওঠে। দর্শক-শ্রোতারা যেন হারিয়ে যান স্মৃতির সুরেলি ভুবনে।

কনসার্টের মধ্যমণি নকীব খান তার অসাধারণ গায়কি ও পরিবেশনায় উপহার দেন এক অনন্য অভিজ্ঞতা। এই উপলক্ষ্যে, তার সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতে আয়োজকরা সম্মিলিতভাবে তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিয়া মোহাম্মদ দুলাল। এই উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় রিজিয়া পারভিন, কামরুজ্জামান বকুল , সাইদুজ্জামান রিড, ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। জ‍্যাকসন হাইটস এলাকাবাসী পক্ষে ধন্যবাদ জানানো হয় সাউন্ড গেয়ার, তুষার পিক, ইউ এস বাংলা সহ সব সংগীত ও যন্ত্র সংগীত শিল্পী, উপস্থাপক, উপস্থাপিকা ও উপস্থিত শুভানুধ্যায়ীদের। জলি আহমেদ প্রেরিত