নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীর অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৯-এর আগামী নির্বাচনে প্রার্থী মেরী জোবায়দাকে এনড্রোর্স করেছেন ষ্টেট সিনেটর জন সি ল্যু। গত ২৮ নভেম্বর শুক্রবার অপরাহ্নে এস্টোরিয়ার ৩৫ এভিনিউস্থ আলাদীন রেষ্টুরেন্টের সামনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জন ল্যু বিপুল করতালীর মাধ্যমে মেরী জোবায়দাকে এনড্রোর্স করেন।
সমাবেশে জন লু তার বক্তব্যে মেরী জোবাইদা-কে একজন ভালো মা ও শিক্ষক এবং অনেক গুণ সম্পন্ন একজন মানুষ হিসেবে অ্যাখিত করে বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে এস্টোরিয়াবাসীর স্বপ্ন পূরণ করবেন। তিনি একজন গর্বিত বাংলাদেশী। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি। বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে যাবার স্বপ্নে মেরী মেরী জোবাইদা এখন অনেকের কাছে আইডল।

মেরী জোবাইদা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পরিশ্রম করে চলতে হয়। তিনি বলেন, আমাদের আশা-প্রত্যাশা পূরন করতে হলে আলবেনীতে আমাদের প্রতিনিধ্বিত্ব থাকতে হবে। তিনি নির্বাচিত হলে এস্টোরিরাবাসীর স্বপ্ন পুরণ করবেন এবং সবার পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গর্বিত এই বাংলাদেশী নির্বাচিত হলে গর্বিত হবে বাংলাদেশ। মেরী জোবাইদার নির্বাচনী সমাবেশটি শুধু জনসমাগম নয়, উচ্ছাস আর আনন্দে ছিল পরিপূর্ণ। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে বিশ্বাসী মেরী জোবাইদা ও তার সমর্থনকারীরা। এজন্য বাংলাদেশী কমিউনিটিসহ সবার সমর্থন কামনা করেন তারা।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মূলধারার রাজনীতিক সুগা রায়, ইমাম শামসী আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রæপ (বাগ)-এর সভাপতি জয়নাল আবেদীন, কাজী ফৌজিয়া, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহেল আহামেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি মামুনুর রশীদ শিপু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আমিন মেহেদী, তুষার ভ‚ইয়া, সৈয়দ আল আমিন রাসেল, মোহাম্মদ এহসানুল ইসলাম শিমুল, রুবেল আহমেদ, মোহাম্মদ আলম, আল আমীন, মনসুর আলম, আব্দুল খালিক, ফারুক আহমেদ, আজিজুর রহমান, পলি বেগম, সায়েরা আহমেদ, মাইসা রহমান ও মূলধারার রাজনীতিক মাহতাব খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম। খবর ইউএনএ’র।