গত শনিবার ২৯ নভেম্বর নিউইয়র্কের ফ্লাশিং হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হলো বাংলাদেশের দুটি আইকনিক ব্যান্ড, ‘অর্থহীন’ এবং ‘শিরোনামহীন’র বহুল প্রত্যাশিত কনসার্ট। উৎসব গ্রুপ এর মূল পৃষ্ঠপোষকতায় ও মিউজিক বাংলা বোস্টন আয়োজিত এই কনসার্ট তরুণ প্রজন্মের কাছে ছীর ব্যাপকভাবে উপভোগ্য এবং উদ্যোগটিও প্রশংসা পেয়েছে । জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’ ও এর দলনেতা সুমন এবং ‘শিরোনামহীনে’র সাবেক ভোকালিস্ট তানজির তুহিনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে দর্শক-শ্রোতারা ছিলেন উচ্ছ¡সিত।

মঞ্চে উঠে অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সুমন একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গানগুলো। রক ও হেভি মেটালের মিশেলে ব্যান্ডের হিট গানগুলোতে দর্শকরা গলা মিলিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন। দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন আভাস’র কর্ণধার ও শিরোনামহীনের সাবেক ভোকাল তানজীর তুহিনও। তার সারাবেলা বন্ধ জানালা ও ইচ্ছে ঘুড়ি গান দুটি কনসার্টে ভিন্ন মাত্রা যোগ করে। শুরুওতে সঙ্গীত পরিবেশন করেছেন রাফি আলম ও তার দল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান কনসার্টের টাইটেল স্পন্সর উৎসব গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও রায়হান জামান, আয়োজক প্রতিষ্ঠান মিউজিক বাংলা বোস্টনের স্বত্তাধিকারী পারভেজ, ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট এনাম চৌধুরী, পিন্ক নয়েজ-এর সিইও আরিফুজ্জামান আরিফ, সিনিয়র ইমিগ্র্যান্ট কলসালটেন্ট নাসরিন আহমেদ এবং আইআর এন্টারটেইনমেন্টের সায়িদ ইমাম বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার।

আয়োজকরা জানান, অর্থহীনের উত্তর আমেরিকা সফরের অংশ হিসেবে নিউইয়র্কের এই কনসার্টটি ছিল অন্যতম সফল আয়োজন। দর্শক-শ্রোতাদের আন্তরিক ভালোবাসা ও সাড়া প্রমাণ করেছে যে প্রবাসেও তাদের জনপ্রিয়তা অটুট। কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো সবাইকে ধন্যবাদ জানান।