উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় ফেডারেশন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা)।উত্তর আমেরিকার ২৪টি শহরের ৭৪টি বাংলাদেশী সংগঠন ফোবানার সাথে যুক্ত।এবছর ফোবানার ৩৯ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জর্জিয়ার আটলান্টায়।সম্মেলনকে ঘিরে আটলান্টায় শুরু হয়েছে উৎসবের আমেজ।
আগামী লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগষ্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে অনুষ্ঠিত হচ্ছে ফোবানার ৩৯ তম এই সম্মেলন।আটলান্টার সংগঠন “বাংলা ধারা” এবারের ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠনের দায়িত্ব পালন করছে।আয়োজকরা জানিয়েছেন এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।এবারের ফোবানা সম্মেলনের স্থান আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এবং সম্মেলনের অফিসিয়াল হোটেল আটলান্টার হোটেল ওয়েস্টিন।
আমন্ত্রিত শিল্পী এবং অতিথিরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আটলান্টায়।এবারের সম্মেলনে প্রায় ৮ হাজার প্রবাসী বাঙালির মিলনমেলা হবে বলে আশা করা হচ্ছে।সম্মেলনের অফিসিয়াল হোটেল ওয়েস্টিন সহ ডুলুথ ও গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এলাকার আশপাশের বেশিরভাগ হোটেল ইতোমধ্যেই বুকিং শেষ হয়ে গেছে। ফলে এবারের ফোবানা সম্মেলনের আসর ঘিরে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন এক অনন্য উৎসবের আবহে।
এবারের সম্মেলনের মূল শ্লোগান “প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ।উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক পরিমল্ডলে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করাই এবারের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য।এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই সম্মেলন আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
এবারের ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন লস এন্জেলেস এর মাসুদ রব চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন নিউইয়র্ক এর আবীর আলমগীর। এছাড়াও আটলান্টার আয়োজক কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুবুর ভ্ইুঁয়া, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা এবং কো-কনভেনর কাজী নাহিদ সম্মেলন আয়োজনের মুন দায়িত্ব গুলি পালন করছেন।
উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে সর্বমোট ৭৪টি সংগঠন এবং সংগঠন গুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবারের সম্মেলনে।নানান আয়োজনে অনুষ্ঠিতব্য তিনদিনের ফোবানা সম্মেলনে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সাংগাঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয় ভিত্তিক সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিভিন্ন পন্যের স্টল, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস, হেলথ ফেয়ার, কনস্যুলেট সেবা এবং বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান।
সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার।এরমধ্যে রয়েছে ইমিগ্রেশন, মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক বিষয়।প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব।ব্যবসা ও অর্থনীতি।ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা।এছাড়াও কবি নজরুলের অসুখ ও অন্তর নির্বাসন এবং রবীন্দ্রনাথ ও জাতীয়তাবাদ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনে।সেমিনারগুলিতে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুনী ব্যাক্তি বর্গ এবং বিশ্লেষকবৃন্দ।
তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম আকর্ষণ থাকবে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন এর সঞ্চালনায় “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান।সম্মেলনে থাকবে বইমেলা। বই মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন, এছাড়াও থাকবে সাহিত্য আসর এবং কাব্য জলসা।কাব্য জলসায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এবারের সম্মেলনে আটলান্টা সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রায় তিনশো’রও বেশী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জব ফেয়ার সহ নানান এন্টারটেইনমেন্ট ইভেন্টে ব্যাস্ত রাখবে নিজেদের।ওমেন এমপাওয়ারমেন্ট এর উপর বিশেষ ইভেন্ট সম্মেলনের অন্যতম একটি আয়োজন হিসেবে প্রাধান্য পাবে এবারের সম্মেলনে।
সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে একটি হাই প্রোফাইল বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট, যেখানে অংশগ্রহণ করবে উত্তর আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানির উচ্চস্তরের কর্তাব্যক্তিরা।অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তারা।আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরী করাই হবে এই ইভেন্টের মুল লক্ষ্য।
এবারের সম্মেলনে ফোবানা এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের মাধ্যমে স্কলারশিপ প্রদান করা হবে।এছাড়াও প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আটলান্টা সম্মেলনে আটলান্টার ১০ জন নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের এককালীন স্কলারশীপ প্রদান করবে ফোবানা।এখানে উল্লেখ্য যে গত কয়েক বছরে ফোবানা শিক্ষাখাতে সর্বমোট ৬৫ হাজার ডলার স্কলারশীপ প্রদান করেছে।
সম্মেলনে সারাদিনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি বিকেল থেকেই মুল মন্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবার উত্তর আমেরিকার বিভিন্ন শহরের ২৬টি সংগঠন পরিবেশন করবে তাদের সাংস্কৃতিক পরিবেশনা।শুক্রবার সম্মেলন উদ্ধোধনের দিন একশ জনেরও অধিক নতুন প্রজন্মের শিশু কিশোর ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।উদ্বোধনের পরপরই হবে ব্যান্ড নাইট, যেখানে বর্তমানের ব্যান্ডের গান সহ আশি ও নব্বই দশকের জনপ্রিয় গান নিয়ে দর্শক মাতাবেন উইনিং ব্যান্ডের চল্দন, ফিডব্যাক ব্যান্ডের রোমেল খান এবং বিউটি দাস প্রজেক্ট ব্যান্ড এর বিউটি দাস।শনিবার এবং রবিবার সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভিন, শাহনাজ বেলী, দিলশাদ কনা, প্রতিক হাসান, ক্লোজআপ তারকা কিশোর এবং বর্তমান সময়ের হার্টথ্রব জনপ্রিয় তারকা শিল্পী প্রিতম।এছাড়াও থাকবেন এ প্রজন্মের জনপ্রিয় বাংলাদেশী আমেরিকান তারকা শিল্পী মোজা।
সম্মেলনের শেষদিন রবিবার ফোবানার সাধারন সভার পর ঘোষণা করা হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যেমে আগামী বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম।আগামী বছর ২০২৬ সালের ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, যা ইতিমধ্যেই নির্ধারন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে