৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে দোহার উপজেলা সমিতির বনভোজন

গত ২৯ জুন রবিবার আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে লং আইল্যান্ডের হ্যাম্পস্টেড লেক স্টেট পার্কের ফিলিপ স্কট প্যাভিলিয়নে প্রতিবারের মত এবারও কমিউনিটির অন্যতম সফল আঞ্চলিক ও সামাজিক সংগঠন দোহার উপজেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

এবারের বনভোজনে দোহার উপজেলাবাসী ও শুভানূধ্যায়ী ছাড়াও কেরানীগঞ্জ, নবাবগঞ্জ,ধামরাইসহ ঢাকা জেলা ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬ শতাধিক নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল বনভোজন প্রাঙ্গন।

প্রাণবন্ত এই বনভোজনের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি বোর্ডের প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ।

এসময় সাথে ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, সংগঠনের সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল, উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজুর রহমান গিনি, সালাউদ্দিন আহমেদ খোকন, আব্দুর রাজ্জাক (এম আনোয়ার), বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়া, এবারের বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আছিয়া আক্তার, আহবায়ক শাহিনুর রহমান বিপ্লব ও সদস্য সচিব রবিউল আলম প্রমুখ।

বনভোজন আয়োজনে কার্যকরী পরিষদের সদস্যদের পাশাপাশি তত্ত্বাবধানে সহযোগিতা করেছেন যুগ্ম আহবায়ক সাইফুর রহমান টুটুল, সমন্বয়কারী সুয়েব আক্তার, সুমন মাহমুদ, ইমরান আহমেদ পরশ, যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এস শফিকুর রহমান তপন, শোয়েব আক্তার। ব্যস্ততম জীবনের ফাঁকে বনভোজনের একটি দিন ছিল সকলের কাছেই দারুন উপভোগ্য।

এবারের বনভেজনে দুপুরের আপ্যায়নের সার্বিক দায়িত্বে ছিলেন জাকির হোসেন কাঞ্চন। সকালের নাস্তা বিতরণের পর দুপুরে সকলের জন্য ছিল মজাদার বাঙালি খাবারের ব্যাবস্থা। নানা ধরণের সুস্বাদু খাবারে সাজানো হয়েছিল মধ্যাহ্ন ভোজের মেন্যু। যার স্বাদ উপভোগ করেছেন উপস্থিত সকলেই।

এবারের বনভোজন ছিল বিভিন্ন ইভেন্টে ভরপুর। শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা,মহিলাদের পিলো পাসিং, বল নিক্ষেপ, ফুটবল খেলাসহ নানা ইভেন্টে পর্যায়ক্রমে অংশগ্রহণ করেন।

বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। মহিলাদের পিলো পাসিংয়ে অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়েছে।

বনভোজনের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেছেন নুরুন নাহার হ্যাপি ও ডালিয়া রহমান। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠানে গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন হাফিজুর রহমান গিনি, রায়ান তাজ ও প্রমি তাজ, মোস্তফা কামাল মুকুল, ডালিয়া রহমান, মাসুদ আহমেদ, মোস্তাক রহমান প্রমুখ।

এবারের উপভোগ্য এই বনভোজনের সর্বশেষ রাফেল ড্র ছিল একটি আকর্ষণীয় পর্ব। দুই হাজার ডলারের স্বর্ণালংকার সেট ছিল প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার নগদ ১০০০ ডলার, তৃতীয় পুরস্কার নতুন আইফোন, চতুর্থ পুরস্কার নগদ ৫০০ ডলারসহ সর্বমোট ১০টি র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সন্ধ্যার প‚র্বে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে ধরেছেন সংগঠনের উপদেষ্টাসহ এবং সমিতি ইউএসএ’র নেতৃবৃন্দ। র‌্যাফেল ড্র ইভেন্টটি ছিল টান-টান উত্তেজনাপুর্ণ ও আনন্দঘন। পুরস্কার হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়ে বিজয়ীরা।

সমিতির সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল।

এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন করেন বিশিষ্ট কমিউনিটি অ‍্যাক্টিভিস্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেবিবিএ সভাপতি, দোহার উপজেলা সমিতির ট্রাস্টি প্রধান গিয়াস আহমেদ, সমিতির উপদেষ্টা পরিষদের সদস‍্য হাফিজুর রহমান হাফিজ, শেখ সালাহউদ্দিন আহমেদ খোকন, আব্দুর রাজ্জাক (এম আনোয়ার), আলমগীর ভূঁইয়া, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক দেওয়ান কাউছার প্রমুখ।

এবারের বনভোজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মো: মঞ্জুরুল হক, জামালপুর জেলা সমিতির সহ সভাপতি শামসুন্নাহার নিম্মি, নিউ ইয়র্কবাংলাদেশ লায়ন্স ক্লাবের সেক্রটারী মশিউর রহমান মজুমদার প্রমুখ।

বনভোজন চলাকালে বিভিন্ন সময়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন করেন অতিথি হিসেব উপস্থিত বিশিষ্ট কমিউনিটি অ‍্যাক্টিভিস্ট নূরুল আজিম, তারেক হাসান খান, আহসান হাবিব, তোফায়েল আহমেদ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমিসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

এছাড়া দোহার উপজেলা সমিতির নেতৃবৃন্দসহ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় সবার মাঝে বৈকালিক নাস্তা পরিবেশন করা হয়। শিশুদের হাতে তুলে দেওয়া হয় চিপস। ছিল চায়ের ব‍্যবস্থা।

বনভোজনের সার্বিক সহযোগিতায় আরো ছিলেন মো: নিজাম উদ্দিন খান, মোহাম্মদ মোস্তাকুর রহমান খান, আলমগীর কবির সেন্টু,ওয়াহিদুর রহমান খান মুক্তি,লিমন সিকদার প্রমুখ।

দিনভর হই হুল্লোড়, কুশল বিনিময়, আনন্দ-উল্লাসে কাটানোর পর পড়ন্ত বিকেলে বাড়ি ফেরার পালা।

দিনব্যাপী বনভোজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি দুলাল বেহেদু আগামীতেও আবার মিলিত হবার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।