৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনের পিতা হাজী ডা. মো: গিয়াস উদ্দিন (নামদার মিয়া) এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ এর পিতা মরহুম মোঃ ছুরুক মিয়া সহ দেশ ও প্রবাসে সাম্প্রতি মৌলভীবাজার জেলার সকল জান্নাতবাসী এবং মৌলভীবাজারবাসীদের মধ্য বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ সোমবার (৩০ জুন) বাদ মাগরিব এস্টোরিয়ার আল আমীন মসজিদে এই মাহফিলের আয়োজন করে। খবর ইউএনএ’র।

মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন আল আমীন মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আল আমীন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জালাল চৌধুরী, মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোয়ান আহমেদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এজাজ আহমেদ ও মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি তজমুল হোসেন, সাবেক সম্পাদক সৈয়দ মামুন, সাংগঠনিক সম্পাদক এমদাদ রহমান তরফদার, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, সহ সভাপতি কয়েস আহমেদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মইনুর রহমান শোয়েব, জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান, স্থানীয় ১১৪ পুলিশের প্রিসেঙ্কটের কমিউনিটি অ্যাফেয়ার্স পুলিশ অফিসার গ্যাব্রিয়েল টোভার, সহকারী পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী, সহায়ক সার্জেন্ট আসমত, আজান, এপিও তেরিয়া, এপিও ক্যারি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি সাংগঠনিক সম্পাদক এমদাদ রহমান তরফদার, সদস্য শাহীন হাসনাত, শাহিন আহমেদ, জালাল চৌধুরী, জুয়েল খান প্রমুখ উপস্থিত ছিলেন।