বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম জন্মদিন উদযাপিত হয়েছে নিউইয়র্কে।
গত ২রা জুলাই বুধবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এনটিভির উত্তর আমেরিকা প্রধান ফরিদ আলম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি।
মধ্যরাতে আমেরিকায় জন্ম নেয়া বাংলাদেশি বংশদ্ভোত শিশু সাইফান নিহান ও নাজিহা কেক কেটে এনটিভির জন্মদিন উদযাপনের সূত্রপাত ঘটায়। এতে আমন্ত্রিত অতিথিরাও কেক কাটার আনন্দঘন মুহুর্ত্বে যোগ দেন।
এ সময় এনটিভির থিম সং পরিবেশন করা হয়। এনটিভির জমজমাট এ আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন প্রবাসীরা।
অনুষ্ঠানে এনটিভিকে শুভেচ্ছা জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য শম্মী আক্তার, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, কমিউনিটি এক্টিভিস্ট আল আমিন রাসেল, ফোবানার এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটিরট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, বিএনপি নেতা জসিম ভূইঁয়া, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, কমিউনিটি এক্টিভিস্ট রাব্বী সৈয়দ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাইদ আহমদ, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, আইবিটিভির কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো, সাংবাদিক সৌরভ ইমাম, ইউএনএ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, মুন লাইটের কর্ণধার মাসুম, বিএনপি নেতা জাহাঙ্গীর, দেওয়ান কাউসার ও মনির, সাংবাদিক জাহিদা আলম, তরুণ প্রজন্মের প্রতিনির্ধি সাজিদ সীমান্ত, ফারদিন রহমান, সাবাব হোসেন ও জাকিয়া চৌধুরী, সাংবাদিক মুশফিকুর রহমান প্রমুখ।
এনটিভি পরিবারের সাবেক এবং বর্তমান সদস্যদের মধ্যে ছিলেন সুলতানা রহমান পুতুল, শাহেদ আলম, নাজনীন আক্তার, শাহাব উদ্দিন সাগর, দিদার চৌধুরী, আরিফুর রহমান, আসহান পলাশ, আরিফুজ্জামান আরিফ, আজাদ, তানভীর আজহার সুকি প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব ও শশী। অনুষ্ঠানে এনটিভির দর্শক ফোরামের পক্ষ থেকে ফরিদ আলমের হাতে ক্রেষ্ট তুলে দেন এম ডি সায়েম মিয়া। অনুষ্ঠানের অডিও/ভিডিওর দায়ত্বে ছিল আরিফুজ্জামান আরিফ এর প্রতিষ্ঠান পিংক নয়েজ।