৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) এর নতুন কার্যকরী কমিটি গঠিত

নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) এর নতুন কার্যকরী কমিটি গঠিত

বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর ২০২৬ সালের নির্বাচন সম্প্রতি অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৭৬ শতাংশ ভোটার উপস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এই নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নিম্নোক্ত কর্মকর্তারা নির্বাচিত হয়েছেন:
সভাপতি (President) : ক্যাপ্টেন এ কে এম আলম: ৫৩৭ ভোট, প্রথম সহ-সভাপতি (First Vice President) এসডিএস এরশাদ সিদ্দিকী: ৪৭০ ভোট, দ্বিতীয় সহ-সভাপতি (Second Vice President) টিএস১ আলী চৌধুরী: ৩৯৪ ভোট, সাধারণ সম্পাদক (General Secretary) ডিটেকটিভ জামিল সারওয়ার: ৪৫৫ ভোট, কোষাধ্যক্ষ (Treasurer): লেফটেন্যান্ট শেখ আহমেদ : ৪২৫ ভোট, সহ-কোষাধ্যক্ষ (Co-Treasurer), সার্জেন্ট সোনিয়া বড়ুয়া: ৩৮২ ভোট সার্জেন্ট-অ্যাট-আর্মস (Sergeant-at-Arms), সার্জেন্ট সিব্বির আহমেদ: ৩৮৮ ভোট, মিডিয়া লিয়াজোঁ (Media Liaison) সার্জেন্ট জসিম মিয়া: ৪২৭ ভোট, ইভেন্ট কো-অর্ডিনেটর (Event Coordinator), পিও মোহাম্মদ ইসলাম রিপন: ৩৮৪ ভোট, কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর (Community Outreach Coordinator), সার্জেন্ট মো. লতিফ: ৪০৯ ভোট, করেসপন্ডিং সেক্রেটারি (Corresponding Secretary): টিএস১ মহিউদ্দিন আহমেদ: ৩৭২ ভোট
বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) এর নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ: লেফটেন্যান্ট মোহাম্মদ এফ. খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম এবং সার্জেন্ট কে. এম. হাসনাত। সকল প্রার্থী, ভোটারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য আগামী সোমবার ২৬ জানুয়ারী নতুন কমিটির শপথ গ্রহণ করবেন।
বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে