৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জমজমাট আয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত

গত ১৭ এবং ১৮ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে মহাসমারোহে উদযাপিত হল চমক ( চট্টগ্রাম মেডিকেল কলেজ) এলুমনাইর ৫ম পুনর্মিলনী।
দুই দিনব্যাপী এই আয়োজনে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৬০০ প্রাক্তন চমক শিক্ষার্থীরা, ৬৮ টি ব‍্যচের ৫১ টি ব‍্যচ অংশ নেয়।
চমক এর পেছনের মাঠে পাতানো হয় বিশাল তাঁবু, সমস্ত প্রাঙ্গণেটি পরিণত হয় চমকপ্রদ সজ্জায়, রাতে ঝলমলে আলোয় একটি ছোট্ট ভিলেজে। নানা রকমের স্টল। চা, কফি সহ, সদ‍্য তৈরি পিঠা, পেঁয়াজি, জিলাপি, পপ কর্ন ইত্যাদির ফ্রি পরিবেশন ছিল অনুষ্ঠান জুড়ে। বিশেষ আকর্ষণ ছিল ৫০০ টাকার র‍্যাফেল ড্রয়ের ৪০ টি পুরস্কারের মধ্যে একটি ছিল টয়োটা গাড়ি। যা একজন ভাগ্যবান অন‍্যান‍্য প্রত‍্যাশীদের হতাশ করে জিতে নেন।এই পুনর্মিলনী ছিল দীর্ঘ দিন পরে সতীর্থদের সঙ্গে পুরোন দিনের স্মৃতি রোমন্থন ছাড়াও আরো অনেক কিছু।


সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দারুণ উপভোগ্য। প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও অতিথি শিল্পীদের অসাধারণ পরিবেশনা। শিল্পী নির্বাচনে আয়োজকদের তীক্ষ্ণ দৃষ্টি প্রশংসনীয় ।
সুসংগঠিত, সুপরিকল্পিত উৎসবমুখর এই দুটো দিন উপহার দেবার কৃতিত্ব চমক প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারেকের সুযোগ্য নেতৃত্ব ।মহাসচিব ডা. মো. আশরাফুল কবির ভূঁইয়া, ডা.খুরশিদ জামিল এবং তাঁদের টিমের নিরলস পরিশ্রম এবং ভালোবাসায় মোড়ানো নিবেদিত প্রাণ।


কারো কারো সঙ্গে সুদীর্ঘ কাল পরে দেখা। কানে ভেসে খন্ড খন্ড উল্লসিত উক্তি, ‘চিনতে পারলিনা’, ‘সেই ছাএ কালের ছবিটা দেখি’, ‘কোথায় আছিস’। কিংবা কবির সুমনের ঐ গানের কথায় “ কতদিন দেখা হয়নি, বন্ধু কি খবর বল”।
দ্বিতীয় ব‍্যচ থেকে শুরু করে ৫১ ব‍্যচেক স্মৃতি চারণে ভেসে এসেছে ইতিহাস, বিচিত্র অভিজ্ঞতা, রাজনৈতিক উওাল সময়ের বিবরন তার সঙ্গে ছাএজীবনের দুরন্তপনা।অগ্রজ এবং অনুজের পারস্পরিক সৌহার্দ্য, সমীহ এবং সম্প্রীতি এই মিলনের বন্ধনকে দৃঢ় এবং অটুট করেছে।

এত বড় আয়োজনে কিছু না কিছু ‘বাম্প’ থাকতেই পারে। তবে তা পর্বত পরিমান কিছু নয়। যেমন “ ওয়াশ রুমের” সংখ‍্যা ছিল অতিশয় সীমিত। প্রায় ১৬০০,জনের খাবার পরিবেশনে কোন এুটি বিচ‍্যুতির অভিযোগ ছিলনা।
পুনর্মিলনীতে অতীত বর্তমান আর ভবিষ্যত একটি বিন্দুতে এসে মেলে।যেখানে বয়েস, অর্জন, পজিশন মুখ‍্য নয়, ফেলে আসা ছাএজীবনের কাহিনী পুনরুদ্ধারই প্রধান আনন্দ। দারুণ কাটল দুটো অনন্য , অনবদ্য এবং অসাধারণ দিন। আয়োজকদের অভিবাদন এবং প্রাণময় অভিনন্দন। – ডা.ফারুক আজম