প্রবাসের এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানা আর নেই। গত ৬ জানুয়ারী মঙ্গলবার তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করার পর স্থায়ীভাবে দেশে চলে যান এবং ঢাকায় বসবাস করছিলেন। প্রবাস জীবনে তিনি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে দেশীয় আর লোক সঙ্গীতের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিলো।
সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানার আকস্মিক প্রয়াণে ড্রামা সার্কল, গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ড্রামা সার্কল, নিউইয়র্ক-এর সভাপতি আবীর আলমগীর এক শোক বার্তায় বলেছেন, ‘সঙ্গীতশিল্পী শাহরিন সুলতানা ছিলেন একজন গুণী কণ্ঠশিল্পী, কিন্তু তার চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন একজন ভীষণ সুন্দর মনের মানুষ, অত্যন্ত মিশুক, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এক মানুষ। বিবৃতিতে বলা হয়, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ড্রামা সার্কল, নিউইয়র্ক-এর সদস্য ছিলেন না, তবুও তিনি ছিলেন আমাদেরই একজন। আমাদের প্রায় প্রতিটি আয়োজনে, প্রতিটি উৎসবে, প্রতিটি আনন্দমুহূর্তে তিনি থাকতেন আপনজনের মতো আমাদের ড্রামা সার্কল পরিবারেরই অংশ হয়ে। তার প্রয়াণে ড্রামা সার্কল-এর প্রতিটি সদস্য গভীরভাবে মর্মাহত। শিল্পী হিসেবে আমরা তাকে হারালাম, কিন্তু মানুষ হিসেবে আমরা হারালাম একজন বন্ধুকে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শাহরিন সুলতানা- আপনি আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায় চিরজীবী হয়ে থাকবেন।’খবর ইউএনএ’র।