৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে, আহ্বায়ক ড. নজরুল ইসলাম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে, আহ্বায়ক ড. নজরুল ইসলাম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পঁয়ত্রিশতম আসরের (২০২৬) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের চার দিনব্যাপী বইমেলা আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২০১৯ সালেও তিনি সাফল্যের সঙ্গে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ার পর এক বার্তায় ড. নজরুল ইসলাম মুক্তধারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৬ সালের পঁয়ত্রিশতম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।
ড. নজরুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগে প্রধান উন্নয়ন গবেষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর বেশ কয়েকটি বই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।
অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক পরিসরের চিন্তাধারা নিয়ে ড. নজরুল ইসলামের নেতৃত্বে এবারের বইমেলা নতুন মাত্রা পাবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও সাহিত্যাঙ্গনের মানুষ। পঁয়ত্রিশতম আসরকে ঘিরে প্রবাসী লেখক ও পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে