৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামন্ট-২০২৫ উদ্বোধন

সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামন্ট-২০২৫ উদ্বোধন

নিউ ইয়র্কের ‘সেলিম ফাউন্ডেশনের’ উদ্যোগে নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় জয় পেয়েছে পৌরসভা ফুটবল দল। দলটি ডিমলা উপজেলা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দলটির পক্ষে আল-আমিন ২টি, দীপক ও আবু সাঈদ ১টি করে গোল করেন। প্রথম দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন নীলফামারী পৌরসভা দলের আল-আমিন।

‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জুন শুক্রবার বিকেলে নীলফামারী বড় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ ও বি দুটি গ্রæপে চারটি করে মোট ৮টি ফুটবল টিম নিয়ে এবারই নীলফামারীতে প্রথম শুরু হলো জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫। জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর স্পন্সর করেছে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, বিøং লেদার প্রোডাক্টস লিমিটেড ও সেলিম ফাউন্ডেশন।

উল্লেখ্য, নীলফামারীর ‘অঙ্কুর সীড এন্ড হিমাগার’, রংপুর তারাগঞ্জের ‘বিøং লেদার প্রডাক্টস লিমিটেড’ এবং রংপুর জিলার মিঠাপুকুরে অবস্থিত ‘অঙ্কুর স্পেশালাইজড কোল্ডস্টোরেজ’ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিউইয়র্কে ইন্তেকাল করেন। মোহাম্মদ সেলিমের ছোটভাই নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ হাসানুজ্জামান হাসানের জ্যেষ্টা কন্যা নাওয়াল হাসান মরহুম মোহাম্মদ সেলিমের স্মরণে নিউইয়র্ক ও বাংলাদেশে একযোগে ‘সেলিম ফাউন্ডেশন’ গড়ে তোলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহŸায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও র্কপোরটে প্রতনিধিদিরে মধ্যে মোঃ খালদি আহসান (জনোরলে ম্যানজোর, ব্লংি লদোর প্রোডাক্টস লমিটিডে), মোঃ সজবি (র্মাচন্ডোইজংি ম্যানজোর), মোঃ আব্দুল্লাহ আল ফারুক (এইচআর ও অ্যাডমনি ম্যানজোর), আহমদেুর রহমান রনি ও নাইম (অপারশেনস টমি), মোহাম্মদ তৌহদি (প্রতনিধিি ও অঙ্কুর সডি এন্ড হমিাগার লমিটিডে) উপস্থতি ছলিনে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই করা এবং ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যার যাত্রা শুরু হলো। টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহŸায়ক ও অতিরিক্ত আটটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট শেষ হবে আগামী ৩০ জুন।

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে দর্শকদের মুগ্ধ করে জেলা শহরের নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য পরিবেশনা। এছাড়াও ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর মাদক বিরোধী র‌্যালি।

গত ২১ জুন শনিবার অনুষ্ঠিত হয়েছে কিশোরীগঞ্জ উপজেলা ফুটবল দল বনাম সৈয়দপুর উপজেলা ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা। ২২ জুন রোববার অংশ নেয় সৈয়দপুর পৌরসভা ফুটবল দল বনাম নীলফামারী সদর উপজেলা ফুটবল দল। ২৩ জুন সোমবার অংশ নেয় জলঢাকা উপজেলা ফুটবল দল বনাম ডোমার উপজেলা ফুটবল দল। এসব দলের মধ্যে যারা জয়লাভ করবে তাদের মধ্যে এ ও বি গ্রæপের চারটি দল নিয়ে আগামী ২৬ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন সোমবার।

টুর্নামেন্টের আহাবয়ক ও নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, খেলায় চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০ হাজার ঠাকা এবং রানারআপ দল প্রাইজ মানি হিসেবে ৩০ হাজার টাকা পাবে। তিনি আরও বলেন, টুর্নামেন্ট উৎসবমুখর করতে এবং দর্শক মাতানোর জন্য প্রত্যেক দল জেলার বাইরে থেকে দেশি ও বিদেশি মিলে ৩ জন খেলোয়াড় নিতে পারবে। – প্রেস বিজ্ঞপ্তি