৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

গ্রেটার নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেকে বিশাল কমিউনিটি সেন্টার ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার ঘোষণা

গ্রেটার নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেকে বিশাল কমিউনিটি সেন্টার ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার ঘোষণা

কমিউনিটির কল্যাণে ৫ থেকে ৭ মিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ একটি কমিউনিটি সেন্টার নির্মাণ ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির অতিপরিচিত মুখ জাহিদ মিন্টু।

গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার )নিউইর্য়ক সিটির ব্রুকলিনের ৭৮৬ কনিআইল‍্যান্ডের একটি অভিজাত পার্টি হলে যুক্তরাষ্ট্রের ান্যতম বৃহত্‌ মানবিক ও সামাজিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপরোক্ত ঘোষণা প্রদান করেন জনাব জাহিদ মিন্টু । গ্রেটার নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কার্যকরী কমিটির ৪ বছর মেয়াদী (২০২৬–২০২৯) কার্যকরী অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রেটার নোয়াখালী (ফেনী,নোয়াখালী ও লক্ষ্মীপুর) থেকে আগত বাংলাদেশীরা ছাড়াও বাংলাদেশের ান্যান্য অঞ্চল থেকে আগতরাও অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব মাইনুলউদ্দীন মাহবুবের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক আনোয়ারুল আজিম। সদস্য সচিবকে সহযোগিতা করেন সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ জসীম।

ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মনজুরুল করিমের কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন শেষে সংগঠনের বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি সালামত উল্যাহ, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম এ রব মিয়া, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, গ্রেটার নোয়াখালি সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক ইউসুফ জসিম উদ্দিন, মাওলানা ইব্রাহিম, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, নির্বাচন কমিশনের সদস্য মোস্তাক হোসেন মোশারেফ, অধ্যাপক একেএম ইব্রাহিম চৌধুরী রতন, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল মান্নান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নূর আলম সিদ্দিকী মুন্না, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সিনিয়র সহ-সভাপতি তাজু মিয়া, মাসুদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশিত ভুলুয়া ম্যাগাজিনের সম্পাদক মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস, লক্ষ্মীপুরের চেয়ারম্যান মিন্টু চৌধুরী প্রমুখ।

১৭ সদস্য বিশিষ্ট নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ এবং সার্টিফিকেট প্রদান করেন -প্রধান নির্বাচন কমিশনার মোঃ সোহেল হেলাল। শপথ নেয়া কর্মকর্তারা হলেন সর্বজনাব জাহিদ মিন্টু সভাপতি, তাজু মিয়া সহ -সভাপতি, এনামুল হক রুমি সহ-সভাপতি, এ এস এম মাঈন উদ্দিন পিন্টু সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ চৌধুরী রুবেল সহ -সাধারণ সম্পাদক,নজরুল ইসলাম কোষাধ্যক্ষ,জামাল উদ্দিন সহ-কোষাধ্যক্ষ,নূরুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক (অনুপস্থিত )মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ )প্রচার সম্পাদক, মন্জুরুল করিম ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক,মোহাম্মাদ আব্দুর রহিম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,মোহাম্মাদ রেজাউল হক (শামীম ) দপ্তর সম্পাদক,কার্যনির্বাহী সদস্যরা হলেন: আনোয়ারুল আজিম ,ইকবাল হোসেন,এ এস এম মাঈন উদ্দিন (বাবলু) মাহমুদুল হক,হাসানুজ্জামান (বাদল ) ।তাদের প্রত‍্যেককে আলাদাভাবে বিভিন্ন উপজেলা সোসাইটির নেতৃবৃন্দরা এবং সর্বশেষ আসাল ওজনপার্ক চ‍্যাপটারের পক্ষ থেকে সকলকে ফুল দিয়ে বরন করে নেন ।

বাংলাদেশ থেকে অভিনন্দন জানিয়েছেন, আগামী নির্বাচনে বৃহত্তর নোয়াখালীর সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবেদীন ফারুক ও ফখরুল ইসলাম। তারা বৃহত্তর নোয়াখালী সোসাইটির সকল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু বলেন, আমি আপনাদের মাঝে থাকতে চাই। আশা করি আপনারা অতীতে যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও সেইভাবে সহযোগিতা করবেন। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যারা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন তাদের। যারা হারিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যার মধ্যে রয়েছেন বিএনএস বেলাল, সাবেক উপদেষ্টা আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মহিউদ্দিন। সেই সঙ্গে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়া। আজকে ভাল লাগছে বৃহত্তর নোয়াখালীর সকল সংগঠনে প্রতিনিধিরা এখানে এসেছেন। ‘

সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আমাদের প্রাণপ্রিয় সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরও আমরা প্রতিহত করবো। তিনি বলেন, আমরা ৫ থেকে ৭ মিলিয়ন ডলার ব্যয়ে পরবর্তী প্রজেক্ট কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করবো। জ্যামাইকা এবং ব্রুকলিনে এর শাখাকেন্দ্রসহ ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে। সমবেত সকলের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা সবাই সঙ্গে থাকলে এসব প্রতল্প বাস্তবায়ন করা সম্ভব। আমি নেতা হতে চাই না, আমি আপনাদের খাদেম হতে চাই।

সংগঠনের বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক বলেন, আমরা কয়েকজন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সঙ্গে সম্পৃক্ত হই ২০১১ সাল থেকে। এরই মধ্যে আমরা ব্রুকলিনে দুটো ভবন ক্রয় করেছি, লং আইল্যান্ডে কবর ক্রয় করেছি, আপস্টেটে বাংলাদেশ সেমিট্রি করেছি (বর্তমানে এই প্রজেক্টের কাজ চলছে)। আমি যখন দায়িত্ব নিই তখন এই সংগঠনের ফান্ডে ছিল সাত্র ১০ হাজার ডলার। আজকে আমরা এগুলো প্রজেক্ট করেও ব্যাংকে প্রায় ৪ লাখ ডলার রেখে যাচ্ছি। আগামীতে আমাদের পঞ্চম প্রজেক্ট হচ্ছে কমিউনিটি সেন্টার। আশা করি জাহিদ মিন্টুর পক্ষে এটা সম্ভব। বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতিটি প্রজেক্ট সম্ভব হয়েছে জাহিদ মিন্টুর কারণে। যদিও আমরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন করেছি।

সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক ইউছুপ জসীম বলেন, সকলের সহযোগিতায় আমরা বৃহত্তর নোয়াখালী সোসাইটিকে প্রবাসে আদর্শ সংগঠনে পরিণত করেছি। তিনি বলেন, জীবন সংগ্রামের কারণে আমি বর্তমানে বাফেলোতে শিফট হয়েছি। যেকারণে দায়িত্বে থাকতে পারছি না, তবে আমি সব সময় এই সংগঠনের সঙ্গে ছিলাম এবং আগামীতেও থাকবো।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইন উদ্দিন পিন্টু তাঁকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার প্রয়াত বাবাও মানুষের কল্যাণে কাজ করেছেন, আমিও কাজ করতে চাই। তিনি বলেন, আমার ওপর আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সকলের সম্মিলিত সহযোগিতায় আমি সেই দায়িত্ব পালন করবো। এই সংগঠনের যে খ্যাতি আছে তা আরো বৃদ্ধি করার চেষ্টা করবো।

হাজী মফিজুর রহমান বলেন, এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় ১৯৯৩ সালে। সেই থেকে আজ পর্যন্ত অনেক চড়াই উৎরাই ফেরিয়ে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি এই প্রবাসে যা করেছে তা অন্য কোনো সংগঠন করতে পারিনি। বাংলাদেশ সেমিট্রির কাজ শেষে অন্য প্রজেক্টে করা হবে। আতাউর রহমান সেলিম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা এই কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

হল ভর্তি অডিটোরিয়ামে সংগঠনের কল্যাণে কাজ করার জন্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক, বিদায়ী সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, উপদেষ্টা শাহ নাসের স্বপন, উপদেষ্টা মাইনুল উদ্দিন মাহবুবকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ উপলক্ষে অভিষেক স্মারক প্রকাশনা ২০২৬ নোয়াখালীর পূ্র্ব নাম”ভুলুয়া” নাম করনে সাংবাদিক মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । অভিষেক অনুষ্ঠানের আহবায়ক ছিলেন আনোয়ারুল আজিম, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মাঈনুল উদ্দিন মাহবুব ।

বক্তারা সোসাইটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।নোয়াখালী সোসাইটি কর্তৃক পরিচালিত ১২৬ একর জমির উপর কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন রাস্তা নির্মাণ সহ প্রকল্পের অন‍্যান‍্য কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক।

অভিষেকের আনু্ষ্ঠানিকতা শেষে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথির সঙ্গীত পরিবেশনের পাশা-পাশি নৈশভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।