গত ২৮ ডিসেম্বর জ্যাকসন হা্ইটসের নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশের ঢাকা জেলার দোহার উপজেলার প্রবাসীদের প্রিয় সংগঠন ‘দোহার উপজেলা সমিতি ইউএসএ-র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন যাবত প্রবাসে নিজেদের মধ্যে সাংগঠনিক ঐক্য ধরে রেখে বাংলাদেশের দোহার উপজেলার জন্যেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কাজে নিয়োজিত সংগঠটির প্রতি দুই বছর পর গঠিত হয় নতুন কার্যকরী পরিষদ। এবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা গঠন করেছেন ২০২৬-২৭ সালের জন্য নতুন কার্যকরী পরিষদ।সাধারণ সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি দুলাল বেহেদু। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল।
সাধারণ সভায় বিদায়ী সভাপতি দুলাল বেহেদু এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মুকুল তাদের দুই বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য সদস্যদের কাছে তুলে ধরেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য উপদেষ্টাবৃন্দ সহ সাধারণ সদস্যরা তাদের রিপোর্টের উপর মতামত ব্যক্ত করেন এবং তা অনুমোদন করেন।

এরপর ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠনকল্পে ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ, উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ খোকন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক আনোয়ার, উপদেষ্টা আব্দুর রাজ্জাক নান্নুসহ বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মনোনয়নের মাধ্যমে নতুন কমিটি কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেন।
আগামী দুই বছর ২০২৬-২০২৭ সালের জন্য ‘দোহার উপজেলা সমিতি ইউএসএ-র সভাপতির দায়িত্ব পেয়েছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল আলম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহিনুর রহমান বিপ্লব,কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল কালাম আজাদ পনির। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আছিয়া আকতার। সংগঠনের কার্যকরী পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী সভাপতি দুলাল বেহেদু।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি দুলাল বেহেদু সংগঠনের কিছু কাগজপত্র আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মুকুলের কাছে হস্তান্তর করেন। বিদায়ী সভাপতি বলেন, আশা করি দোহার উপজেলা সমিতির নতুন কমিটির কর্মকর্তাবৃন্দের নেতৃত্বে সংগঠনের কর্মকান্ড আগের চেয়ে আরো সক্রিয়ভাবে এগিয়ে যাবে।
নতুন কমিটির সভাপতি মোস্তফা কামাল মুকুল এবং সাধারণ সম্পাদক রবিউল আলম জানান, শীঘ্রই ৩৩ সদস্য বিশিষ্ট সদস্যদের নাম চুড়ান্ত করে তা প্রকাশ করা হবে। নৈশ ভোজের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে