২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বদরুল হোসেন খান নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী

বদরুল হোসেন খান নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। সবাই চাইলে তিনি প্রার্থী হবেন বলে শনিবার (২০ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনও প্রতিনিধি-কে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ছাড়াও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করছি। কমিউনিটির সবাই চাইলে আগামীতে বাংলাদেশ সোসাইটিতে সভাপতি পদে নির্বাচন করতে চাই। এব্যাপারে ইতিমধ্যেই বৃহত্তর সিলেটেবাসী তথা জালালাবাদবাসীদের পক্ষ থেকে উৎসাহ ও সমর্থনও পাচ্ছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান বদরুল হোসেন খান দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির ওজনপার্কে সপরিবারে বসবাস করছেন