২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬–এ মেরী জোবাইদার পক্ষে শতাধিক কমিউনিটি নেতার সমর্থন

অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬–এ মেরী জোবাইদার পক্ষে শতাধিক কমিউনিটি নেতার সমর্থন

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর এসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদাকে সমর্থন জানিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে তারা এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন- নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ আসনে যে নেতৃত্ব প্রয়োজন, মেরী জোবাইদা তার মূর্ত প্রতীক। মেরীর নেতৃত্ব যা সততা, সেবা, কর্মজীবী পরিবার, ক্ষুদ্র ব্যবসা, অভিবাসী, বয়োজ্যেষ্ঠ ও তরুণদের নতুন দিনের চ্যালেঞ্জ সম্পর্কে গভীর সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। আত্মবিশ্বাসী এই নারী নেতৃত্ব দেবার আগে কমিউনিটির সাথে মতবিনিময় এবং নীতির সাথে আপোস না করেই ঐকমত্য গড়ে তুলেছেন। এর বাইরে রাজনীতির উপর কমিউনিটিকে সর্বদা প্রাধান্য দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ আরো বলেন- মেরী জোবাইদা কাজের মধ্য দিয়ে সমতা, জননিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সাশ্রয়ী আবাসন ও অর্থনৈতিক সুবিধার প্রতি তাঁর অঙ্গীকার পরিষ্কারভাবে প্রদর্শন করেন। ডিস্ট্রিক্ট ৩৬ কাংখিত এমন একজন প্রতিনিধি প্রত্যাশা করে যে এই এলাকার বর্ন বৈচিত্রের এক সাক্ষাত প্রতিবিম্ব। এই ডিস্ট্রিক্টের আবহমান ঐতিহ্যকে লালন করেই তিনি আলবেনীতে এর ভবিষ্যতের জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মেরী জোবাইদা এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির জন্য কার্যকর ও বলিষ্ট কণ্ঠস্বর এবং সকল নিউইয়র্কবাসীর জন্য একজন নীতিবান প্রবক্তা হওয়ার প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, যোগ্যতা সম্পন্ন প্রার্থী।

বিবৃতিতে আরো বলা হয়: আমরা আস্থা রাখি যে মেরী জোবাইদা সম্মান ও কর্মক্ষমতার সাথে দায়িত্ব পালন করবেন। এজন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীতে তার প্রার্থিতার সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সমর্থনে এগিয়ে এসেছি।

এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি সহ নিউ ইয়র্কের সকল বাসিন্দার প্রতি আমাদের আকুল আবেদন, নিউ ইয়র্ক সিটির এই আসনে মেয়র নির্বাচিত জোহরান মামদানীর যোগ্য উত্তরসুরী হিসেবে আমরা একজন সাউথ এশিয়ানকে তার স্থলাভিসিক্ত দেখতে চাই। এজন্য দলমত, ধর্মবর্ন লিঙ্গ নির্বিশেষে মেরী জোবাইদাকে এই আসনে বিজয়ী করার জন্য বাংলাদেশী-আমেরিকান সহ এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির সকল নাগরিকের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন:
১. আবদুল আজিজ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, হিসলাইড ইসলামিক সেন্টার, নিউইয়র্ক
২. আফতাব মান্নান, সাবেক সেক্রেটারি, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)
৩. ডা. মাহমুদুর রহমান তুহিন, সাবেক সভাপতি, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)
৪. ডা. ওয়াহেদুর রহমান, ডেন্টিস্ট ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৫. মোরশেদ আলম, প্রতিষ্ঠাতা, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব। নিউইয়র্ক স্টেট সিনেটের প্রথম বাংলাদেশী-আমেরিকান প্রার্থী
৬ .আরমান চৌধুরী, সভাপতি, মুনা ইপিজে
৭ .এটর্নী মইন চৌধুরী, ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ কুইন্স কাউন্টি
৮. জয়নাল আবেদীন, সভাপতি, বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)
৯.শাহ নেওয়াজ, সভাপতি ও সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক
১০.আতাউর রহমান সেলিম, সভাপতি বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক
১১.মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক
১২.ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)
১৩.নার্গিস আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক
১৪.ফখরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক। সিইও, এটিএন বাংলা টিভি, ইউএসএ
১৫.আবদুর রহিম হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক। উপদেষ্টা, এলমহার্স্ট হাসপাতাল সেন্টার
১৬.রানা ফেরদৌস চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক
১৮.শাহাব উদ্দিন আহমেদ, সভাপতি, আল-আমিন জামে মসজিদ, এস্টোরিয়া
১৯.আজিমু রহমান বুরহান, সাবেক সভাপতি, বিয়ানীবাজার সমিতি ইউএসএ
২০. আমিন মেহেদী, সেক্রেটারী, বাংলাদেশি-আমেরিকান সোসাইটি ও কমিউনিটি বোর্ড মেম্বার
২১.জুহাইব চৌধুরী, সভাপতি, ডেমোক্রেটিক ক্লাব অব এলব্যারিও, ইস্ট হার্লেম
২৩.বদরুন নাহার খান মিতা, সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা
২৪. আবদুল হাশিম হাসনু, সাবেক সভাপতি, বাংলাদেশ-আমেরিকান কালচারাল এসোসিয়েশন
২৫. আহবাব হোসেন চৌধুরী, সাবেক সভাপতি, আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন
২৬. আবদুস শহীদ, সভাপতি, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ ইনক। সদস্য, কমিউনিটি বোর্ড ১১
২৭. জাহিদ মিন্টু, সভাপতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ
২৮. নজমুল হাসান মানিক, সাবেক সভাপতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ
২৯. মফিজুর রহমান, সাবেক সভাপতি, নোয়াখালী সোসাইটি। ট্রাস্টি, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক
৩০. ইমাম শামসী আলী, খতিব, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)
৩১. মি. আগো, সভাপতি, বসনিয়া মসজিদ, এস্টোরিয়া, নিউইয়র্ক
৩২. ইমাম কামাল, খতিব, বসনিয়া ইসলামিক সেন্টার এস্টোরিয়া
৩৩. সোহেল আহমেদ, সভাপতি, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি
৩৪. মো. জাবেদ উদ্দিন, সাধারণ সম্পাদক, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি
৩৫. সৈয়দ আল আমিন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি
৩৬. শফি উদ্দিন কামাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৩৭. মোহাম্মদ আলমগীর হোসেইন, সাধারণ সম্পাদক সন্দ্বীপ সোসাইটি
৩৮. আলহাজ সুলেমান ভূঁইয়া, কমিউনিটি এক্টিভিস্ট
৩৯. সালেহ উদ্দিন সাল, কমিউনিটি এক্টিভিস্ট
৪০. আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, প্রেসিডেন্ট, স্টারলিং বাংলাবাজার ও ডাইনামিক ট্যাক্স
৪১. দেওয়ান শাহেদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এস্টোরিয়া
৪২. এম. এ. কাইয়ুম, সাবেক সদস্য, এশিয়ান আমেরিকান অ্যাডভাইজরি কাউন্সিল, কুইন্স ডিএ
৪৩. শাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি, কুলাউড়া-বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ
৪৪. জামাল উদ্দিন লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৪৫. মোহাম্মদ আকামল হোসেন খান, সভাপতি, শাহ জালাল ইসলামিক সেন্টার, এস্টোরিয়া
৪৬. শামসের আলী, সভাপতি, অ্যাপল ইনস্যুরেন্স ইনক, এস্টোরিয়া
৪৭. মাসুদুল হক সানু, সাবেক সভাপতি, বিয়ানীবাজার সমিতি, ইউএসএ
৪৮. আবু তালেব চৌধুরী চান্দু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৪৯. সাঈদ ফয়সাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৫০. আবদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট
৫১. সবিতা দাস, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, এস্টোরিয়া
৫২. রশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৫৩. এস. এম. এ. রহমান সালিম, কমিউনিটি এক্টিভিস্ট, এস্টোরিয়া
৫৪. বিলাল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী
৫৫. এ. বি. এম. উসমান গনি, প্রধান উপদেষ্টা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি
৫৬. জে. মোল্লা সানি, চিফ কো-অর্ডিনেটর, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি
৫৭. শেখ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব
৫৮. সৈয়দ ইলিয়াস খসরু, সভাপতি, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ
৫৯. মইনুজ্জামান চৌধুরী, কোষাধ্যক্ষ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক
৬০. মইনুর রহমান সুয়েব, সাধারণ সম্পাদক, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ
৬১. বদরুল ইসলাম মিন্টু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৬২. জগলুল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্রঙ্কস
৬৩. রহিমা বেগম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৬৪. মোশাহিদ জে. রাশেদ, সাবেক সভাপতি, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ
৬৫. কবির চৌধুরী,সভাপতি, মসজিদ আল আমান, ওজোন পার্ক
৬৭. নাসিমা আক্তার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৬৮. ডা. বর্ণালী হাসান এমডি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৬৯. নবেন্দু দত্ত, সাবেক সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ
৭০. শিতাঙ্গু গুহ, মানবাধিকার এক্টিভিস্ট
৭১. থমাস দুলু রায়, সভাপতি, ইউনাইটেড বেঙ্গলি লুথেরান চার্চ
৭২. তপন মোদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
৭৩. শফি আহমেদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৭৪. রেক্সোনা মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্রঙ্কস
৭৫. ডা. নাহিদ খান, এমডি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট
৭৬. শেখ আল মামুন, সিইও, মামুন টিউটোরিয়াল
৭৭. সেলিনা উদ্দিন, কো-অর্ডিনেটর, ধরা ইউএসএ
৭৮. খলিলুর রহমান, সিইও, খলিল বিরিয়ানি
৭৯. মাওলানা রশিদ আহমদ, শিক্ষাবিদ, সম্পাদক ইয়র্ক বাংলা
৮০. আনোয়ার খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাধারণ সম্পাদক শাহজালাল একাডেমী, ওজোন পার্ক
৮১. আলিম উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও প্রেসিডেন্ট গ্লোবাল ট্রাভেলস
৮২. কায়েস আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি
৮৩. হেলাল উদ্দিন, সাবেক সভাপতি, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি। সভাপতি, বাইতুল জান্নাহ মসজিদ ও কমিউনিটি সেন্টার, ব্রুকলীন
৮৮. ফিরোজ আহমেদ, সভাপতি, সন্দ্বীপ সোসাইটি, ইউএসএ
৮৯. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি
৯০. এমলাক হোসেন ফয়সাল, সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ
৯১. মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি, ইসলামিক কাউন্সিল অব আমেরিকা (মদিনা মসজিদ)
৯২. ইকবাল আহমেদ মাহবুব, প্রতিষ্ঠাতা সভাপতি, ম্যানহাটন ডাউনটাউন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ও সাবেক সভাপতি আসসাফা ইসলামিক সেন্টার
৯৩. ড. শওকত আলী, সভাপতি, বাংলাদেশ জার্নালিস্টস এন্ড রাইটার্স এসোসিয়েশন
৯৪. আবদুল মুসাব্বির, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এস্টোরিয়া
৯৫. শাহীন আজমল, কমিউনিটি একটিভিস্ট
৯৬. মিসবাহ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট
৯৭. সৈয়দ জায়েদি, সভাপতি, ফ্লাশিং ইসলামিক সেন্টার
৯৮. আরশাদ হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট
৯৯. ডা. সালমা, কমিউনিটি এক্টিভিস্ট
১০০. শামসুদ্দীন আজাদ, লেখক ও কমিউনিটি এক্টিভিস্ট
১০১. কাজী কয়েস আহমদ
১০২. বেদারুল ইসলাম বাবলা, সাবেক সভাপতি লীগ আব আমেরিকা, চেয়ারম্যান ফোবানা
১০৩. আব্দুল চৌধুরী শাহীন, কমিউনিটি এক্টিভিস্ট
১০৪, সাইদা হাই, সভাপতি লীগ অব আমেরিকা
১০৫. শেলী জামান, লেখিকা
১০৬. রওশন হক, লেখিকা, সাংবাদিক
১০৭.সাহাব আহমেদ, সভাপতি, এলআইসি কেমিস্ট। সাবেক সভাপতি, বাংলাদেশী আমেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশন
১০৮. মোহাম্মদ তাহের, ভাইস প্রেসিডেন্ট, ফার্মাসিউটিক্যাল সোসাইটি, নিউইয়র্ক
১০৯. আব্দুস সাত্তার, কমিউনিটি বোর্ড মেম্বার, ব্রুকুলীন
১১০. মোশাররফ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ সমিতি
১১১. জামিল আনসারী, সমাজ কল্যান সম্পাদক বাংলাদেশ সোসাইটি
১১২. এটিএম তালহা, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার সমিতি
১১৩. আলহাজ্ব বদরুল হক, সাবেক সভাপতি আল আমান মসজিদ
১১৪. মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক নির্বাচন কমিশনার নোয়াখালী সোসাইটি
১১৫. মিয়া মোহাম্মদ আবজাল, স্ইিও, স্যান্ড একাউন্টিং এন্ড মাল্টি সার্ভিস
১১৬. কামরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট, ওজনপার্ক ব্রুকলীন