৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

অ্যাটর্নি মঈন চৌধুরীর গ্রন্থের প্রকাশনা ২৩ ডিসেম্বর, মঙ্গলবার জ্যাকসন হাইটসে

অ্যাটর্নি মঈন চৌধুরীর গ্রন্থের প্রকাশনা ২৩ ডিসেম্বর, মঙ্গলবার জ্যাকসন হাইটসে

২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিশিষ্ট আইনজীবী, কমিউনিটির পরিচিত মুখ, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীর প্রথম গ্রন্থ ‘দ্যা রোড টু আমেরিকা: ইমিগ্রেশন হার্ডশিপ’এর প্রকাশনা উত্‌সব অনুষ্ঠিত হবে। আমাজন থেকে সম্প্রতিবইটি প্রকাশিত হয়েছে।

নিজের আইনি জীবনের অভিজ্ঞতা থেকে মঈন চৌধুরী এই গ্রন্থটি লিখেছেন। আলাপচারিতায় তিনি জানান,এটি কোন কল্পকাহিনী নয়, আমার আইনি জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো এই গ্রন্থের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

আমেরিকায় আসতে এবং এসে বাস্তব জীবনে মানুষকে কতটা কষ্ট সহ্য করতে হয়- তা আমি গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। এতে প্রায় ৩৩টি বাস্তব কাহিনী রয়েছে যা পড়ে পাঠকরা উপকৃত হবেন। এটি ইমিগ্র্যান্টদের জীবনের এক ধরনের দলিল হিসেবে ভবিষ্যতে চিত্রিত হবে। তিনি জানান, এই গ্রন্থটির ইংলিশ সংস্করণ অ্যামাজনে পাওয়া যাচ্ছে। বাংলায় অনুবাদ করে গ্রন্থটি ছাপানোর প্রক্রিয়াও চলছে।

লেখক এটর্ণী মঈন চৌধুরীর এই গ্রন্থটির প্রকাশনা উৎসবে মূলধারার রাজনীতিবিদ ছাড়াও কমিউনিটি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তিনি সকলকে গ্রন্থটি প্রকাশনা উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।