৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জ‍্যামাইকায় ইমিগ্রেশন বিষয়ে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ও কুমিল্লা কিংগস ইয়ুথ ফোরাম ইউএসএর মতবিনিময়

জ‍্যামাইকায় ইমিগ্রেশন বিষয়ে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ও কুমিল্লা কিংগস ইয়ুথ ফোরাম ইউএসএর মতবিনিময়

গত ৮ ডিসেম্বর সোমবার জ‍্যামাইকার খলিল বিরিয়ানি রেষ্টুরেন্টের মিলনায়তনে যুক্তরাষ্ট্রের চলমান ইমিগ্রেশন বিষয়ে কমিউনিটির অভিবাসীদের সচেতন করার লক্ষ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল এবং কুমিল্লা কিংগস ইয়ুথ ফোরাম ইউএসএ। প্রধান অতিথি ও মুল আলোচক হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিউনিটির পিরিচত মুখ ইমিগ্রেশ্যান এটর্ণী মঈন চৌধুরী। শুরু থেকেই আলোচনার পরিবেশ ছিল প্রাণবন্ত, উপস্থিত অতিথিদের আন্তরিক অংশগ্রহণে আলোচনাগুলো আরও যেন প্রাণ পায়।

ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্ণী অ্যাট ল মইন চৌধুরী অভিবাসনজীবনের চ্যালেঞ্জ, আইনি সচেতনতা, কমিউনিটির ঐক্য এবং তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের স্পষ্ট ও বাস্তবভিত্তিক উত্তর দেন।

ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডাইরেক্টর তরিকুল ইসলাম মিঠু আলোচনায় যোগ দিয়ে কমিউনিটির চলমান সমস্যাগুলো তুলে ধরেন এবং কীভাবে সম্মিলিতভাবে সমাধান খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে থুঁটিনাটি বিষয়, যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া বাকি সকল অভিবাসীর পোষ্টাল ডিপার্টমেন্ট এর পাশাপাশি অবশ্যই অনতিবিলম্বে ইমিগ্রেশন দপ্তরের নিকট ঠিকানা পরিবর্তন অবহিত করা, যেকোন ধরনের অপরাধ থেকে দূরে থাকা, ইমিগ্রেশন ফরম পুরণের সময় ও দপ্তরে মিথ্যা তথ্য প্রদান না করা ইত্যািদ।

অনুষ্ঠানের মূল আয়োজক কুমিল্লা কিংগস ইয়ুথ ফোরাম ইউএসএ এর পক্ষ থেকে রিয়াদ আহমেদ অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অভিবাসী কমিউনিটির ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে এমন সচেতনতা সভা নিয়মিত হওয়া জরুরি।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উষ্ণ আলোচনার পরিবেশ, নতুন সংযোগ তৈরির সুযোগ এবং অভিবাসী সমাজকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার। উপস্থিত অনেকের মতে, এ ধরনের আয়োজন বর্তমানে অভিবাসী কমিউনিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আগামী দিনে আরও বড় পরিসরে এমন কার্যক্রম চলমান দেখতে চান তাঁরা। ছবি পরিচয় এর নিজস্ব।