১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র উপর গুলি বর্ষণের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশী সহ জুলাই যোদ্ধারা। গত ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসী কমিউনিটি, এনসিপি যুক্তরাষ্ট্র শাখা, প্যাটরিয়ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরি জোবাইদার, যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি এএস এম রহমতউল্লাহ, ড্রাম-বিটস এর সংগঠক কাজী ফৌজিয়া, জুলাই যোদ্ধা সৈয়দ আল আমীন রাসের, রওশন হক, আব্দুল কাদের, তাওহিদ তানজিম, হাসান সিদ্দিক, জারীর, সাইমন, তৌকির প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, ৩৬ জুলাই আন্দোলনের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। বক্তারা অবিলম্বে হাদির উপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। খবর ইউএনএ’র।