৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউ ইয়র্ক কাউন্সিল নির্বাচনে ইসরায়েল বিরোধী শাহানা হানিফ আবারও নিরঙ্কুশ বিজয়ী

নিউ ইয়র্ক কাউন্সিল নির্বাচনে ইসরায়েল বিরোধী শাহানা হানিফ আবারও নিরঙ্কুশ বিজয়ী

ইসরায়েলের কট্টর সমালোচক এবং রাজনৈতিকভাবে বামপন্থী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য বাংলাদেশী বংশোদ্ভুত মুসলিম শাহানা হানিফ, আবারও ব্রুকলিন থেকে ডেমােক্রেট প্রাইমারীতে নিরঙ্কুশ ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন।

তিনি তার ইহুদি বংশোদ্ভুত প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করে তার আসনটি ধরে রাখেন। হানিফ ব্রুকলিনের পার্ক স্লোপ, উইনসডর টেরেস এবং কেনসিংটন এলাকা অন্তর্ভুক্ত নিউ ইয়র্ক সিটি কাউন্সলিের ৩৯তম ডিষ্ট্রিক্ট এর প্রতিনিধিত্ব করেন।

তিনি আগে থেকেই ইসরায়েল এর কার্যকলাম বিরোধী ভুমিকায় সক্রিয় ছিলেন। যেমন সামাজিক মাধ্যমে ‘ইন্তিফাদা’র আহ্বান সম্বলিত পোস্ট শেয়ার করা এবং শহরের কাউন্সিলে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ইত্যাদি।

অপরদিকে, মায়া কর্নবার্গ, যিনি নিজেও একজন ডেমোক্র্যাট দলের প্রগ্রেসিভ প্রার্থী ছিলেন, হানিফের বিরুদ্ধে প্রার্থী হন এই যুক্তিতে যে হানিফ স্থানীয় ইস্যুগুলোর চেয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বেশি মনোযোগী।

নির্বাচনে পরাজয়ের পর কর্নবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ফলাফল আমাদের প্রত্যাশার মতো না হলেও, আমরা যেভাবে ইতিবাচক, ইস্যুভিত্তিক প্রচার চালিয়েছি, তাতে আমি অত্যন্ত গর্বিত। সূত্র: টাইমস অব ইসরায়েল