৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নান্দনিক আয়োজনে কুইন্স বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন

নান্দনিক আয়োজনে কুইন্স বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন

গত ২৬ নভেম্বর বুধবার লাগুরিয়া এয়ারপোর্ট সংলগ্ন ‘ডাবল ট্রি বাই হিল্টনের’ দৃষ্টিনন্দন বলরুমে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুইন্স বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। অভিষেক নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ করান বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং এই সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আজমল হোসেন কুনু।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে সাম্প্রপ্রতিক ঘটে যাওয়া ভুমিকম্পে নিহত এবং আহতদের নিহতদের স্মরণ এবং আহতদের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রথম পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সামস উদ্দিন। নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথগ্রহণের পরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাজী তোফায়েল ইসলাম সভায় সভাপতিত্ব করার দায়িত্বভার গ্রহণ করেন।

এবারের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সংগঠন সুচারুভাবে পরিচালিত হয়ে কমিউনিটির কল্যাণৈ অবদান রাখতে সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি কাজী তোফায়েল ইসলাম

তাঁর বক্তব্যে সংগঠনকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যত পরিকল্না হিসেবে কবর ক্রয়ের জন্য তহবিল সংগ্রহ, বার্ষিক ইফতার ও বার্ষিক বনভোজন আয়োজন, বাংলাদেশ গেমস আয়োজন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, ২০২৬ এর ফোবানা কনভেনশন আয়োজন এর বিষয় উল্লেখ করেন।

অভিষেক অনুষ্ঠানের মঞ্চে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশানের সভাপতি বদরুল খান, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা ডাঃ মাসুদুর রহমান, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির সদস্য আজিমুর রহমান

বুরহান, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির সদস্য, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলােয়ার, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী, ঢাকা জেলা এসোসিয়েশানের প্রেসিডেন্ট দুলাল বেহেদু, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা মুজিব আহমেদ জেন্টু, ফেডারেশন

অফ বাংলাদেশী এসােসিয়েশান অফ নর্থ আমেরিকা – ফোবানার জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারী শাহাবউদ্দিন সাগর, বৃহত্তর কুমিল্লা সমিতির নবনির্বাচিত সভাপতি ইউনুস সরকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছেন শেখ মোঃ ফারুকুল ইসলাম সহ সভাপতি যে মোল্লা সানি কার্যকরী সদস্য ও অভিষেক অনুষ্ঠানের আহবায়ক মফিজুল ইসলাম ভুইয়া রুমি প্রমুখ।

এবারের অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রেশমি মির্জা, মিমি আলাউদ্দিন ও শাহ মাহবুব। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মুল স্পন্সর দুলাল বেহেদুর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘ডাবল ট্রি বাই হিল্টনের’ বলরুমটি নান্দনিকভাবে সাজানো হয়েছিল ।