১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫

নিউইয়র্কে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপোও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫। ২১–২২ নভেম্বর ডাবলট্রি বাই হিলটন, লাগার্ডিয়া এয়ারপোর্টের বলরুমে আয়োজিতএই আন্তর্জাতিক প্রদর্শনী যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এবারের মেলায় দেশি–বিদেশি ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্যাংকিং ও ফিন্যান্স, রিয়েল এস্টেট, আইটি–টেক, ইনভেস্টমেন্ট, মর্টগেজ, রেস্টুরেন্ট, CPA ও বিজনেস কনসালটিংসহ বিভিন্ন খাতের উপস্থিতিতে পুরো প্রদর্শনীস্থল ছিল সরব ওপ্রাণবন্ত।

এক্সপোটির উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার। তিনি বলেন,
“বাংলাদেশি কমিউনিটি ব্যবসা ও নেতৃত্বে দ্রুত উন্নতি করছে। এই ধরনে আন্তর্জাতিক আয়োজন দুই দেশের বাণিজ্যিকসম্পর্ককে আরও শক্তিশালী করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ওকমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনার, নেটওয়ার্কিং ও অ্যাওয়ার্ডস: এক্সপোতে অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার যেমন SBA Funding + MWBE Certification + Risk Coverage

এছাড়াও ছিল বিজনেস টু বিজনেস-B2B নেটওয়ার্কিং সেশন, ব্যবসায়িক সেমিনার ও প্যানেল আলোচনা, গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস, টেক লিডারস ফোরাম ২০২৫

যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ী, নীতিনির্ধারক ও প্রবাসী উদ্যোক্তারা এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য তুন দরজা খুললো

ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ জানান, বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসায়িক সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছে। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে বৈশ্বিক পর্যায়ে আরও তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দ্বিতীয় ও শেষদিনের মূল কার্যক্রম: দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল: TECH LEADERS FORUM 2025

উন্নয়নশীল প্রযুক্তি খাত, স্টার্টআপ বিনিয়োগ, উদ্ভাবন, এবং ভবিষ্যতের ব্যবসা প্রবণতা নিয়ে অনুষ্ঠিত হয় TECH LEADERS FORUM 2025—যা পুরো এক্সপোর সবচেয়ে আলোচিত সেশন। সেশন ১: Scaling Smart —২০২৬ সালে বিনিয়োগকারীর নজরে কীভাবে আসবেন যেখানে মডারেটর ছিলেন আহাদআলী, CPA ওইউএসবিসিসিআই Co-Founder

স্পিকারগণ ছিলেন সাকিব জামাল, Principal, Crossbeam Venture Partner, হুসাইন এম এলিয়াস, 3X Founder, Pathao, শারিয়া হুদা, VP, Startup, JP Morgan Chase, সাইদা নাসরোজ, Esq, Founder, Empower Legal Solution

এ সেশনে স্টার্টআপ স্কেলিং, মার্কেট ফিট, বিনিয়োগকারীর আস্থা অর্জন, এবং ফান্ডিং প্রস্তুতি: এসব মূল বিষয় তুলে ধরাহয়। সেশন২: Building Bold — সাফল্য, ব্যর্থতা এবং আবার জয়ী হওয়ার পথ। মডারেটর ছিলেন ইসমাইল আহমেদ, Founder, CreFin

স্পিকারগণ ছিলেন নজি দোলন, Founder, Measured (YC 21), সুফিয়ান চৌধুরী, Founder, Kinetik, সিয়াম হোসেন, Founder, Algorizin,শাহ পরান, Co-Founder, Tabby
স্পিকাররা তাদের উদ্যোক্তা জীবনের উত্থানপতন, ব্যর্থতা থেকে শিক্ষা এবং পুনরায় সফল হওয়ার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

দর্শকদের ব্যাপক আগ্রহ : দুই দিনব্যাপী আয়োজন প্রযুক্তি, রিয়েল এস্টেট, ব্যাংকিং ও Small and Medium Enterprise – SME খাতের স্টলগুলোতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এই আয়োজনকে সফল, সময়োপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

দুই দিনব্যাপী আয়োজনে প্রযুক্তি, রিয়েল এস্টেট, ব্যাংকিং ও SME খাতের স্টলগুলোতে দর্শকদের ব্যাপক ভিড় দেখা যায়।অনেক দর্শনার্থী ও বিনিয়োগকারী এক্সপোটিকে সফল, সময়োপযোগী এবং প্রবাসী ব্যবসায়ীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগহিসেবে আখ্যায়িত করেছেন।

আয়োজকদের কৃতজ্ঞতা: সমাপনী অনুষ্ঠানে ইউএসবিসিসিআই সকল প্রদর্শক, অতিথি, নেটওয়ার্কিং অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে