নিউইয়র্কে City & State পত্রিকা’র ২০২৫ সালের “অনসাং হিরো” সম্মাননা পেলেন শ্রমিক নেতা মোহাম্মদ টিপু সুলতান। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিনের ভূমিকার জন্য এ স্বীকৃতি পেলেন টিপু সুলতান।
নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা City & State ঘোষণা করেছে, “The 2025 Unsung Heroes” তালিকা, যেখানে সমাজের পর্দার আড়ালে থেকে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়েছে।
এই বছরের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের শ্রমিক নেতা মোহাম্মদ “টিপু” সুলতান, যিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স (NYTWA)-এর একজন সংগঠক হিসেবে কাজ করে আসছেন।
একজন সাবেক ইয়েলো ক্যাব চালক থেকে দক্ষ সংগঠকে পরিণত হয়ে তিনি আজ প্রায় ৩০,০০০ ট্যাক্সি চালকের সঙ্গে প্রতিদিন সরাসরি কাজ করেন। চালকদের প্রশাসনিক জটিলতা সমাধান, অভিযোগ নিষ্পত্তি ও অধিকার আদায়ের লড়াইয়ে তিনি একজন অগ্রণী নেতা।
২০২১ সালে সিটি হলে ট্যাক্সি চালকদের ঐতিহাসিক অনশন ও আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন টিপু সুলতান, যার ফলস্বরূপ চালকরা পেয়েছিলেন নজিরবিহীন ঋণমুক্তি কর্মসূচি।
শ্রমজীবী মানুষের জন্য নিরলস পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ City & State তাঁকে সম্মানিত করেছে ২০২৫ সালের “Unsung Hero” উপাধিতে।