২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠিত, ২৮ ডিসেম্বরে সাধারণ সভা

বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠিত, ২৮ ডিসেম্বরে সাধারণ সভা

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা গত ৯ নভেম্বর, রোববার বিকেল বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠিত, ২৮ ডিসেম্বরে সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন‍্যান‍্যরে মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে সংগঠনের গঠনতন্ত্রকে আরও আধুনিক, বাস্তবসম্মত এবং প্রজন্ম-উপযোগী রূপে রূপান্তর করার লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধন করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র সংশোধনী কমিটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সোসাইটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মঞ্জুর আহমদ চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ), এম আর খান সেলিম, সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন দেওয়ান ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ। এছাড়াও এই কমিটিকে যে কোন প্রয়োজনে সব সময় সহযোগিতা করবেন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। গঠিত কমিটি ও সোসাইটির পক্ষ থেকে আজীবন ও সাধারণ সদস্যের কাছে আহবান জানানো হচ্ছে, চাইলে গঠনতন্ত্র সম্পর্কিত আপনাদের মতামত, প্রস্তাব ও পরামর্শ আগামী ৩০ নভেম্বরের মধ্যে লিখিতভাবে গঠিত সংশোধনী কমিটির নিকট অথবা বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের যে কোনো কর্মকর্তার নিকট জমা দিতে পারবেন।

প্রবাসীরা চাইলে সংগঠনের ই-মেইল ((info@bangladeshsocietyinc.com) ঠিকানায়ও লিখিত মতামত ও পরামর্শ পাঠাতে পারেন। কমিটি শুধুমাত্র ৩০ নভেম্বরের মধ্যে প্রাপ্ত লিখিত প্রস্তাবসম‚হ বিবেচনা করবে এবং সেগুলোর আলোকে সংশোধনের খসড়া সাধারণ সভায় উপস্থাপন করা হবে। সাধারণ সভার দিন কোনো মৌখিক বা লিখিত নতুন প্রস্তাব গ্রহণ করা হবে না। আগামী ২৮ ডিসেম্বর উডসাইডের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে ।

এদিকে যে সকল প্রবাসী সদস্যবৃন্দ ডিসেম্বরের সাধারণ সভায় অংশগ্রহণ করতে আগ্রহী, অথচ এখনও আজীবন সদস্য হননি অথবা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সাধারণ সদস্যপদ নবায়ন করেননি, তাদেরকে আসন্ন ৩০ নভেম্বরের মধ্যে আজীবন বা সাধারণ সদস্যপদ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি